X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
পিডিবি’র সভায় আশ্বাস

রমজানে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ২২:৫৬আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২৩:০৫

রমজানে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ

রমজান মাসে মানুষের বিদ্যুতের চাহিদা পুরোপুরি মেটানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বলা হয়েছে, রমজানে চাহিদা হবে ১২ হাজার ৫০০ মেগাওয়াট এবং পুরোটাই উৎপাদন করা সম্ভব হবে। যদিও ১০ এপ্রিল সন্ধ্যায় প্রকৃত উৎপাদন ছিল ৯ হাজার ৩৮৯ মেগাওয়াট আর দিনের বেলা সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন ছিল ৬৯৩১ মেগাওয়াট।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে রমজানের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দোকান মালিক সমিতিসহ গ্রাহকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা আলোচনা হয়।  

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেন, ‘আমাদের বিদ্যুৎ বিতরণ পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক ভাল। তবে বিদ্যুতের সঞ্চালন এবং বিতরণে কিছু সমস্যা হওয়াতে মাঝে মাঝে বিদ্যুৎ গেলেও তা লোডশেডিং না, এটা বিদ্যুৎবিভ্রাট। উন্নয়ন কাজের জন্যও কোনও কোনও ক্ষেত্রে বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে, যা আমাদের মেনে নিতে হবে।’

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ারে) বেশি বিদ্যুৎ খরচ হয় এমন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পিক আওয়ারে হঠাৎ করে প্রথম ২০ থেকে ২৫ মিনিট চাহিদা এতটা বেড়ে যায়, যা পূরণ করতে আমরা হিমশিম খাই।’ এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য ওই সময় বেশি বিদ্যুৎ খরচ হয় এমন সরঞ্জাম ব্যবহার না করার অনুরোধ জানান।

রমজানে দোকানে বাড়তি আলো না জ্বালানো এবং ইফতার ও তারাবির সময় বিপণীবিতান এবং দোকানের এসি ব্যবহার না করতে অনুরোধ জানান ড. আহমদ কায়কাউস।  

বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ রাখাসহ বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূইয়াসহ ব্যসয়ায়ী সংগঠনের প্রতিনিধিরা।

পিডিবির তথ্য থেকে জানা যায়, গত বছর রমজানে (১৬ মে থেকে ১৪ জুন পর্যন্ত) দেশের বিদ্যুৎ চাহিদা ছিল ১০ হাজার ৯৫৮ মেগাওয়াট, ২০১৬ সালে ৯ হাজার ৩৬ মেগাওয়াট এবং ২০১৫ সালে চাহিদা ছিল ৮ হাজার ১২২ মেগাওয়াট। চাহিদার পুরোটাই উৎপাদন হয়েছে বলেও দাবি তাদের। তবে এসব সময়েও জনভোগান্তির কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

/এসএনএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি