X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বিও অ্যাকাউন্ট খুলতে ই-টিআইএন বাধ্যতামূলক নয়: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ০৪:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৪:৫৬

প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট খুলতে ই-টিআইএন বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

সভায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টেইনলেস স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিরা অংশ নেন।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এবারে এক প্রাক-বাজেট আলোচনায় আমি স্টক এক্সচেঞ্জের নির্বাহী পরিচালকে জিজ্ঞাসা করেছিলাম যে, পুঁজিবাজারে বিও অ্যাকাউন্ট খোলায় জন্য ই-টিআইএন বাধ্যতামূলক কিনা। জবাবে তিনি বলেন, বর্তমানে পুঁজিবাজারে ধসের অনেকগুলো কারণের মধ্যে একটি এই ই-টিআইএন ইস্যু।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমি পরিস্কার ভাবে বলতে চাই, এখন যে পদ্ধতিতে বিও খোলা যায়, আগামীতেও সেই একই পদ্ধতিতে বিও খোলার সুযোগ থাকবে। বিও অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ই-টিআইএন বাধ্যতামূলক হবে না।

সভায় বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ আবাসনে বিনিয়োগের সুযোগ দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। একইসঙ্গে আয়কর অধ্যাদেশ যুগোপযোগী করাসহ এ খাতের উন্নয়নে বেশকিছু দাবি রাখেন তারা। এসব দাবির মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- ফ্ল্যাট ও প্লট রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট কর ও ফি ৭ শতাংশ নির্ধারণ করা, আবাসনখাতে বাংলাদেশ ব্যাংক থেকে সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদী রিফাইন্যান্সিং চালু, ২০ হাজার কোটি টাকা তহবিল গঠন করা।

সভায় বিদ্যমান টার্নওভার ট্যাক্স দশমিক ৬ শতাংশের পরিবর্তে দশমিক ৩০ শতাংশ নির্ধারণ করার দাবি জানান বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এসময় সর্বোচ্চ করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ করাসহ বেশকিছু দাবি রাখেন তারা।

/জিএম/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!