X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শেয়ার বাজারের একটি পক্ষ ছাগলের বাচ্চা: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৯:১০আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৯:১৭

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শেয়ার বাজারে  দুটি পক্ষ রয়েছে উল্লেখ করে এর একটিকে সিংহ বললেও অপরটিকে ছাগলের বাচ্চা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। ওই দুটি পক্ষের মধ্যে বৈরিতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছেন, তাদেরকে এক করা সম্ভব নয়। হয় পুঁজিবাজার স্বাভাবিকভাবে ভালো হবে, না হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাছাড়া এ বাজার পরিস্থিতি ভালো করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভিন্ন সংস্থার সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।

এ সময় মুস্তাফা কামাল পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তিনি বলেন, ‘এ মুহূর্তে পুঁজিবাজারে ৫০ কোটি টাকা নয়, যদি পাঁচ লাখ কোটি টাকাও দেওয়া হয়, তাও শেষ হয়ে যাবে। পুঁজিবাজারে পাঁচ লাখ কোটি টাকা দিলেও খেয়ে ফেলবে। সামনে বাজেট। পুঁজিবাজার বিষয়ে বাজেটে কিছু না কিছু প্রণোদনা থাকবে। এখন বাজার ভালো হওয়ার কথা। কিন্তু তা না হয়ে খারাপ হচ্ছে। এটি যারা করে তারা বুঝেশুনেই করে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর হবো। শেয়ার বাজারে দুটি পক্ষ আছে। এ দুটি পক্ষের মধ্যে একটি সিংহ, অপরটি ছাগলের বাচ্চা। এ দুটোকে এক করা সম্ভব নয়।’

অর্থমন্ত্রী বিনিয়োগকারীদের সচেতন করা প্রসঙ্গে বলেন, ‘আমরা কতজনকে বোঝাবো? দেশব্যাপী বিনিয়োগকারী রয়েছেন। আর পুঁজিবাজারে শত শত কম্পোনেন্ট। এর একটি ঠিক করে ভালো করা সম্ভব নয়। পুঁজিবাজার বুঝিয়ে ঠিক করা সম্ভব নয়। পুঁজিবাজার সম্পর্কে ধারণা না নিয়ে যাতে কেউ এই বাজারে না আসেন তা সবাইকে বোঝাতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পুঁজিবাজারের উন্নয়ন করা হবে। আমরা বারবার এ বাজারকে নিয়ে নাজুক অবস্থায় পড়তে চাই না। আমরা মানুষের গালাগালি শুনতে চাই না।’

বাংলাদেশে ব্যাংক ঋণে সুদের হার অনেক বেশি। এই হার কমিয়ে আনার কথাও এ সময় জানান তিনি। এতো বেশি সুদ দিয়ে কখনও ব্যবসা করা যাবে না বলেও মনে করেন তিনি। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সুদের ওপর নতুন করে সুদ আরোপ করা হচ্ছে। আগামীতে সুদের হার অনেক কমিয়ে নিয়ে আসা হবে, যেন ঋণখেলাপি না হয়।’

 

 

/এসআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি