X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নেপাল হতে আরও বেশি বিদ্যুৎ আনা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ২৩:৫৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২৩:৫৯

নেপালের প্রতিনিধি দলের সঙ্গে সৌহাদ্যপূর্ণ উপহার বিনিময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নেপাল হতে বেশি পরিমাণ বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বাংলাদেশে বেসরকারি পর্যায়ে ৯ হাজার ৩৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। বেসরকারি ও যৌথ বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যের এক প্রতিনিধিদল সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. শফিকুল্লাহ ও বাংলাদেশে নিযুক্ত নেপালের চার্জ-দ্যা এফেয়ার্স ধন বি ওলি বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। আরও ৪টি এইচভিডিসি করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আরও বিদ্যুৎ আমদানি সহজ হয়।

এদিকে নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, বিনিয়োগ সামিট-২০১৯ এ নেপালে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। জলবিদ্যুৎ নেপালের অন্যতম প্রধান বিনিয়োগ খাত। ৫ হাজার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব পাওয়া গেছে, যার জন্য ব্যয় হবে ৭ দশমিক ৭ বিলিয়ন  ডলার। নেপাল আগামী ১০ বছরে বাংলাদেশে কমপক্ষে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করার আশা প্রকাশ করে।

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে এগুলে আঞ্চলিক সহযোগিতা বাড়বে, দ্রুত উন্নয়ন হবে। বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধিতে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সংলাপ অব্যাহত রাখতে হবে।

 

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া