X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খেলাপিদের পুনঃতফসিলের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৯, ২২:১০আপডেট : ১৫ মে ২০১৯, ২২:১২





বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় ঋণখেলাপিদের বিশেষ পুনঃতফসিল নীতিমালার বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে এ-সংক্রান্ত কোনও সিদ্ধান্তও হয়নি। বুধবার (১৫ মে) বিকাল ৩টায় সময় দেওয়া থাকলেও সভা শুরু হয় এক ঘণ্টা দেরিতে।
প্রসঙ্গত, ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ৯ শতাংশ সুদে ১০ বছরের পুনঃতফসিল সুবিধা পাবেন খেলাপি গ্রাহক। অর্থমন্ত্রীর এমন ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, বুধবার সকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন পেয়ে গভর্নর ফজলে কবির গণভবনে যান। সেখানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মোশাররফ হোসেন ভূঁইয়া, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অর্থসচিব আব্দুর রউফ তালুকদারসহ সংশ্লিষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেন। বৈঠকে আগামী বাজেট, ভ্যাট আইন, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ, পুনঃতফসিলের বিশেষ নীতিমালাসহ আর্থিক খাতের বিভিন্ন বিষেয়ে আলোচনা হয়।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভা শুরুর নির্ধারিত সময় ছিল বিকেল ৩টা। কিন্তু গভর্নরসহ অন্যান্য পরিচালকরা সাড়ে ৩টার পর কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছান। পরে বিকেল ৪টায় পর্ষদের সভা শুরু হয়ে ৪টা ৪৫ মিনিটে শেষ হয়ে যায়। সংক্ষিপ্ত ওই পর্ষদ সভায় নিয়মিত কয়েকটি বিষয় আলোচনা হলেও বিশেষ ঋণ পুনঃতফসিল নীতিমালাসহ অন্য কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়নি বলে জানা গেছে।
বাংলাদেশ মুখপাত্র ও ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, পর্ষদের সভা কিছু দেরিতে শুরু হয়। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, পর্ষদের কর্মসূচির বিবিধ আলোচনায় ঋণ পুনঃতফসিলসংক্রান্ত বিশেষ নীতিমালা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এছাড়া শেয়ার বাজার সংক্রান্ত নীতিনির্ধারণী কিছু বিষয়েও আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেগুলোর বিষয়ে কোনও আলোচনা কিংবা সিদ্ধান্ত ছাড়াই পর্ষদের সভা শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ-সংক্রান্ত কোনও নির্দেশনা থাকার কারণেই এমনটি হয়েছে বলে তারা মনে করছেন।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী