X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় ইইসি’র সঙ্গে সমঝোতা স্মারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৯, ১৮:১৭আপডেট : ০৩ জুন ২০১৯, ১৮:২০

ইইসি’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে স্মারক ‘মেমোরেন্ডাম অব কো অপারেশন বিটুইন দি ইউরেশিয়ান ইকোনমিক কমিশন অ্যান্ড দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ স্বাক্ষর করেছেন। গত শুক্রবার (৩১ মে) রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সদর দফতরে এ চুক্তি হয়। ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের পক্ষে স্মারকটি স্বাক্ষর করেন কমিশনের বোর্ডের সদস্য মিজ তাতিয়ানা ভলোভিয়া। চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘এ চুক্তির ফলে রাশিয়ার বাজারে বাংলাদেশের রফতানি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে।’ সোমবার (৩ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার পাঁচ দেশের (রাশিয়া, বেলারুশ, কাজাখিস্তান, আরমেনিয়া, কিরগিস্তান) সমন্বয়ে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইইইউ) গঠিত যা গত ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর সদস্য দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এবং বর্তমানে কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্ট্যাটাসের (সিআইএস) সদস্য। ইইইউ -এর কার্যক্রম পরিচালনাকারী কর্তৃপক্ষ ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (ইইসি) নামে পরিচিত।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী রাশিয়ার ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরের লক্ষে ইউরেশিয়ান ইকোনমিক কমিশন ২০১৬ সালে একটি খসড়া মেমোরেন্ডাম অব কো অপারেশন প্রস্তাব করে। প্রস্তাবিত খসড়ার উপর ব্যবসায়ী সংগঠন এবং সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও সংস্থার মতামত গ্রহণ করে বিভিন্ন পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত খসড়াটি সংশোধন, পরিমার্জন ও সংশোধন করে স্বাক্ষরের লক্ষ্যে চূড়ান্ত করা হয়।
স্বাক্ষরিত সহযোগিতা স্মারক কার্যকর করার লক্ষ্যে অতিদ্রুত উভয় দেশের অংশগ্রহণে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। কমিটি সহযোগিতার অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো চিহ্নিত করে বাংলাদেশের সঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সদস্য দেশগুলোর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করবে।

আরও পড়ুন: তৈরি পোশাক রফতানিতে রাশিয়ার বাজারে শুল্ক ও কোটা ফ্রি সুবিধা চেয়েছে বাংলাদেশ

 



/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!