X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শতভাগ পোশাককর্মী বেতন-বোনাস পেয়েছেন: বিজিএমইএ

শফিকুল ইসলাম
০৩ জুন ২০১৯, ২২:০৭আপডেট : ০৩ জুন ২০১৯, ২২:০৯

কারখানায় পোশাককর্মী দেশের তৈরি পোশাক কারখানার শতভাগ শ্রমিক মে মাসের বেতন ও ঈদের বোনাস নিয়ে বাড়ি যাচ্ছেন বলে দাবি করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি রুবানা হক। এদিকে ‘বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন’-এর সভাপতি তৌহিদুর রহমান বলছেন, ‘এখন পর্যন্ত তৈরি দেশের পোশাক কারখানার পাঁচ শতাংশ শ্রমিক বেতন না নিয়েই বাড়ি চলে গেছেন। ৫ শতাংশ মালিক তাদের শ্রমিকদের বেতন দেননি। বাকি ৯৫ শতাংশ শ্রমিক যারা মে মাসের বেতন পেয়েছেন, তারা কেউই পুরো মে মাসের বেতন পাননি। কেউ পেয়েছেন ১৫ দিনের, কেউ পেয়েছেন ২০ দিনের বেতন।’ বিষয়টিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়টি পুরোপুরি অস্বীকার করে রুবানা হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পারলে গার্মেন্টস শ্রমিক নেতাদের একটি কারখানার নাম বলতে বলুন, যে কারখানা এখনও পর্যন্ত (৩ জুন) তাদের শ্রমিকদের বেতন দেয়নি। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমি পুরো জাতিকে আশ্বস্থ করতে চাই, দেশের কোনও গার্মেন্টস শ্রমিক বেতন বোনাস না নিয়ে বাড়ির পথে রওনা হননি।’

রুবানা হক বলেন, ‘বিজিএমইএ-ভুক্ত কারখানাগুলোর মধ্যে আমরা ৯১৬টি কারখানা শনাক্ত করেছি, যাদের বেতন-ভাতা ও বোনাসের ইস্যু বিশেষ মনোযোগের দাবিদার। ভিন্ন ভিন্ন জোনে বিজিএমইএ-এর ১৫টি দল ওই ৯১৬টি কারখানা পরিদর্শন করেছে। আইপি, ডিজিএফআই, ডিএমপি ও ফেডারেশনের কাছে থেকে আমরা যে তালিকা পেয়েছি, তার সঙ্গে আমাদের পর্যবেক্ষণ মিলে গেছে। চূড়ান্তভাবে আমরা ৬০০টি কারখানা শনাক্ত করেছি যেখানে সত্যিই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। সুতরাং আমরা বিশেষভাবে সেই কারখানাগুলোকে নিয়ে কাজ করেছি।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘গত দেড় মাসে এগুলোর মধ্যে ৬৫টি  কারখানার সংকট নিরসন করেছি এবং ২৮টি কারখানা বন্ধ করে দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করেছি। আমাদের প্রতিবেদন অনুযায়ী, বিজিএমইএ-ভুক্ত সব কারখানাই বোনাস দিয়েছে, তাদের মধ্যে ৯০ শতাংশ কারখানা মে মাসের বেতনও দিয়েছে, আর ৬০০টির মধ্যে নামতে নামতে ১৫০টিতে নেমে এসেছিলো যারা ২ জুন পর্যন্ত বেতন দিতে পারেনি। এই ১৫০টি কারখানা কর্তৃপক্ষ আজ (৩ জুন, সোমবার) শেষ কর্মদিবসে সাধ্য অনুযায়ী বেতন দিয়েছে। শ্রমিকরা বেতন বোনাস নিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি রওনা হয়ে গেছেন।’

এদিকে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান  বলেন, ‘গতকাল পর্যন্ত ১৫ শতাংশ কারখানায় এই অচলাবস্থা ছিল। আজ (সোমবার) তার কিছুটা উন্নতি হয়েছে তার মানে এই নয় যে শতভাগ কারখানা বেতন দিয়েছে।’

এ প্রসঙ্গে রুবানা হক বলেন, ‘পুরো মে মাসের বেতন দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনও নির্দেশনা নেই। সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল, মালিক যতটুকু পারবেন, ততটুকু বেতনই দেবেন। বাকিটা শ্রমিক ফিরে এলে পরে দেবেন। সেই নির্দেশনা অনুযায়ী কেউ ১৫দিনের দিয়েছেন, আবার কেউ ২০ দিনের বেতন দিয়েছেন। আর এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনা করেই।’ কারণ ব্যাখ্যা করে রুবানা হক বলেন, ‘ঈদ শেষে একজন শ্রমিক যখন বাড়ি থেকে কর্মক্ষেত্রে ফিরবেন, তখন তার হাত খালি থাকবে। তাই ১০ দিন বা ১৫ দিনের বেতন পাওনা থাকলে শ্রমিক কাজে ফিরেই ওই টাকাটা হাতে পাবেন, যা দিয়ে তিনি মাসের বাকি দিনগুলো চলতে পারবেন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজধানীর মালিবাগের শাপলা গার্মেন্টস-এর শ্রমিক আকলিমা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোনাস পেয়েছি ২ হাজার ২শ টাকা। আর বেতন পেয়েছি ১৫ দিনের সাড়ে ৫ হাজার টাকা। এই নিয়ে বাড়ি যাচ্ছি। কারখানা কর্তৃপক্ষ বলছে, বাড়ি থেকে ফিরলে বাকি ১৫ দিনের বেতন দিয়ে দেবে।’ তিনি বলেন, ‘আমাদের কারখানার সবাই বোনাস পেয়েছেন্। আবার বেতনও পেয়েছেন।’

এক প্রশ্নের জবাবে আকলিমা খাতুন বলেন, ‘বেতনের কত অংশ বোনাস পেয়েছি, তা জানি না। যা দিয়েছে, তাই নিয়েছি।’  

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, দেশের পোশাক তৈরির কারখানাগুলো সোমবার (৩ জুন) বিকেল থেকে ছুটি হয়ে গেছে। এসব কারখানা খুলতে শুরু করবে ৯ জুন থেকে। ইতোমধ্যেই রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়া, টঙ্গী ও চট্টগ্রামের বিভিন্ন বাস রেল ও নৌ টার্মিনালে শ্রমিকদের ভিড় লক্ষ করা গেছে। একই সঙ্গে বিজিএমইএ কর্তৃপক্ষ বিআরটিসির সঙ্গে যৌথভাবে কিছু বাস দিয়ে শ্রমিকদের বাড়ি যাওয়ার ক্ষেত্রে সহায়তা করছে।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়