X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১৩ বছর কৃষিভিত্তিক শিল্পে রেয়াতের অর্থ পায় না পিডিবি

সঞ্চিতা সীতু
২৯ জুন ২০১৯, ১৮:৫১আপডেট : ৩০ জুন ২০১৯, ১১:০৮

পিডিবি

১৩ বছর ধরে কৃষি, কৃষি ভিত্তিক শিল্প ও পোল্ট্রি শিল্পের রেয়াতের টাকা না পেয়ে বিদ্যুৎ বিভাগকে অবহিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলছেন, শিগগিরই বিষয়টি অর্থমন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে অর্থবিভাগকে ওই চিঠি দেওয়া হতে পারে।  

পিডিবি জানিয়েছে, ২০০৬ সালের পর এই খাতে আর কোনও টাকা পায়নি প্রতিষ্ঠানটি। বর্তমানে পিডিবির পাওনা ১১ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার ২৯৭। তাই এবারে বাজেটে সেই টাকা ছাড় চাওয়া হয়েছে।

পিডিবি সূত্র জানায়- কৃষি, কৃষি ভিত্তিক শিল্প এবং পোল্ট্রি শিল্পে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ২০ ভাগ রেয়াত প্রদানের জন্য ২০০৪ সালে অর্থমন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী, এই তিন খাতে প্রতিবছর রেয়াত দিচ্ছে পিডিবি। এ পর্যন্ত ২৫টি কৃষি ও পোল্ট্রি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানকে ২০ ভাগ রেয়াত প্রদান করা হয়েছে। এই রেয়াতের বিপরীতে অর্থমন্ত্রণালয় থেকে পিডিবিকে সেই টাকা পরিশোধ করা কথা। সে অনুযায়ী, সর্বশেষ ২০০৬ সালের এপ্রিল মাসে পিডিবিকে এক কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা ছাড় দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর গত ১৩ বছর রেয়াতের বিপরীতে টাকা পায়নি পিডিবি।

পিডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেহেতু সরকার কৃষি এবং কৃষি ভিত্তিক শিল্পকে প্রণোদনা দেওয়ার জন্য এই ছাড় দিয়েছে, তাই এর বিপরীতে অর্থ বিভাগ থেকে পিডিবিকে আবার অর্থ ফেরত দেওয়ার কথা। আমরা বিভিন্ন সময়ে অর্থ বিভাগকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

তিনি আরও বলেন, আমরা জ্বালানি তেল নেই বিপিসির কাছ থেকে। আবার গ্যাস নেই পেট্রোবাংলার কাছ থেকে। আমরা যদি টাকা আটকে রাখি তাহলে তাদের ওপর চাপ বাড়ে। এতে তারা সময় মতো আমদানি ব্যয় পরিশোধ করতে পারে না। ঠিক একইভাবে আমাদের অর্থ যদি অন্য কেউ আটকে রাখে, তাতে আমাদের ওপরও চাপ বাড়ে।

বিদ্যুৎ বিভাগের অপর এক কর্মকর্তা বলছেন, অর্থ বিভাগকে জানানোর জন্য পিডিবি আমাদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আমরা এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে একটি চিঠি দেবো। বিষয়টি অনুমোদনের জন্য বিভাগের পদস্থদের কাছে প্রেরণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে অর্থ বিভাগে ওই চিঠি দেওয়া হতে পারে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!