X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আনুষ্ঠানিকভাবে পিপলস লিজিংকে অবসায়নের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৮:১৫

অবসায়নের ঘোষণা দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে অবসায়নের ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। এ সময় নির্বাহী পরিচালক শাহ আলমসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘পিপলস লিজিংয়ের এখন পর্যন্ত তিন হাজার ২৩৯ কোটি টাকার সম্পদ আছে। সেখানে আমানত আছে দুই হাজার ৩৬ কোটি টাকা। ফলে আমানতকারীদের পাওনা পরিশোধে সমস্যা হবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ আলম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী আমানতকারীদের পাওয়া পরিশোধ করা হবে। এজন্য শিগগিরই লিকুইডেটর নিয়োগ দেওয়া হবে।’

এ সময় আমানতকারীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থরক্ষায় যা যা করা দরকার তার সব করবে। এজন্য তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’   

প্রসঙ্গত, আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। নানা অনিয়ম, বড় অঙ্কের খেলাপি ঋণ এবং চরম অর্থ সংকটের কারণে প্রতিষ্ঠানটি এখন দেউলিয়া হওয়ার পথে। এ কারণে এটিকে বন্ধ করতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে সরকারের সম্মতি নিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: দেউলিয়ার পথে পিপলস লিজিং, বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

 

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!