X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জ্বালানি খাতে ই-লাইসেন্স সেবা চালু করলো বিইআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ২০:২৫আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২০:২৮

 গ্যাস, বিদ্যুৎ এবং পেট্রোলিয়াম পণ্যের ব্যবসা পরিচালনা করতে গেলে লাইসেন্সের প্রয়োজন হয়। এই লাইসেন্স নেওয়ার পদ্ধতি সহজ করলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকে আগ্রহী ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনার অনলাইনে গিয়ে ই-লাইসেন্স করতে পারবেন। মঙ্গলবার (১ অক্টোবর) ই-লাইসেন্সিং কার্যক্রম উদ্বোধন করেছে কমিশন।

এখন থেকে উদ্যোক্তারা বিইআরসি ওয়েবসাইটে গিয়ে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৫ দিনের মধ্যে আবেদনকারীর ই-মেইলে লাইসেন্সের কাগজ পৌঁছে যাবে। এ উপলক্ষে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত ই-লাইসেন্সিং সেবা সপ্তাহ উদ্বোধন করেছে বিইআরসি।

অনুষ্ঠানে জানানো হয়, আগে যারা লাইসেন্স নিয়েছেন তারাও নতুন এই পদ্ধতিতে আবেদন করে নিজেদের তথ্য সংরক্ষণ করতে পারবেন। লাইসেন্স নবায়নের সময় যা কাজে আসবে। এই পদ্ধতিতে আবেদনকারী ব্যাংক পে-অর্ডারে লাইসেন্সের ফি জমা দেবেন। তবে শিগগিরই ই-পেমেন্ট কার্যক্রম শুরু হবে।

নতুন আবেদনের পাশাপাশি সংশোধন এবং নবায়নের জন্য এই পদ্ধতিতে আবেদন করা যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে ই-লাইসেন্সিং সিস্টেমে ক্লিক করলে ই-লাইসেন্সিং পোর্টালের হোমপেজ দেখা যাবে। নতুন লাইসেন্সের আবেদন করতে হলে ব্যবহারকারীকে সিস্টেমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের প্রয়োজনীয় লগইন পাসওয়ার্ড ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। সফলভাবে লগইন করার পর সিস্টেমের ড্যাশবোর্ড দেখা যাবে। ড্যাশবোর্ডে ধাপে ধাপে তথ্য দিয়ে ই-লাইসেন্সিংয়ের আবেদন জমা দিতে হবে।

অন্যদিকে লাইসেন্সের মেয়াদ এক মাস অবশিষ্ট থাকতেই বিনিয়োগকারীকে মেইলে লাইসেন্স নবায়নের জন্য অনুরোধ জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, এখন থেকে আবেদনকারীকে আর লাইসেন্সের আবেদন নিয়ে বিইআরসিতে আসতে হবে না। ঘরে বসেই দিন-রাত ২৪ ঘণ্টা এই লাইসেন্সের আবেদন করা যাবে।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আবেদনকারীর কাগজপত্রের ঘাটতির কারণে লাইসেন্স যাচ্ছে না। নতুন এই পদ্ধতিতে আবেদনকারী অসম্পূর্ণ আবেদন জমা দিতে পারবে না।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আব্দুল আজিজ, মিজানুর রহমান, রহমান মুরশেদ, মাহমুদ উল হক ভুঁইয়া।

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি