X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সমালোচনা না করে ধন্যবাদ দিন: বিদ্যুৎ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৭:১৭আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৮:০৮

‘পাওয়ার জেনারেশন অ্যান্ড রিজিওনাল ব্যালেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ভবিষ্যতে চাহিদা হিসাব করেই বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, ‘বাড়তি বিদ্যুৎ উৎপাদনের কোনও নেতিবাচক প্রভাব এই খাতে পড়েনি। তাই বিদ্যুতের অতিরিক্ত উৎপাদনে সমালোচনা না করে ধন্যবাদ দিন।’  শনিবার (১২ অক্টোবর) ঢাকার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সেমিনারে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে সমালোচনাকারীদের প্রতি তিনি এই আহ্বান জানান।
‘পাওয়ার জেনারেশন অ্যান্ড রিজিওনাল ব্যালেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিউট (বিপিএমআই) ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিদ্যুৎ সচিব বলেন, ‘ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখায় ক্যাপাসিটি পেমেন্টের কোনো প্রভাব পড়ছে না। কায়কাউস দাবি করছেন, আগে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ ছিল ৬ টাকা ১৬ পয়সা। এখন যা কমে দাঁড়িয়েছে ৫ টাকা ৬৪ পয়সা। সঙ্গত কারণে বিদ্যুতের ইউনিট প্রতি উৎপাদন খরচ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’
সেমিনারে উৎপাদন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সঙ্গে বিতরণ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের যৌথ আলোচনায় বিতরণ ব্যবস্থার উন্নয়ন করে কীভাবে এর বর্ধিত চাহিদা মোকাবিলা করা যায়, প্রত্যেকটি অঞ্চলে কীভাবে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা যায়,  প্রত্যেকটি অঞ্চলে সঞ্চালন অবকাঠামো উন্নয়নসহ সর্বোপরি বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয় নিয়ে চারটি সেশনে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি),  এনার্জি রেগুলেটরি  কমিশন (বিইআরসি),  বিপিএমআই ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর পক্ষ থেকে আলাদা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব প্রবন্ধে বিদ্যুৎ খাতের সমস্যা উত্তরণের পথ খোঁজা হয়েছে।

দিনব্যাপী সেমিনারে বিদ্যুৎ বিভাগের প্রায় সব সিনিয়র কর্মকর্তা অংশ নেন।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা