X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অংশীদারিত্ব বাড়াতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ১৯:২২আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৯:২৬

‘প্রযুক্তি ও নীতি উদ্ভাবনের মাধ্যমে জ্বালানির রূপান্তর’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ পারস্পারিক সহযোগিতা আত্ম উন্নয়নে সহায়তাসহ প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘জ্বালানির সহজলভ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অংশিদারিত্ব  বাড়াতে হবে।’ বৃহস্পতিবার  (২৪ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে আন্তর্জাতিক এনার্জি চার্টার ফোরামের উদ্যোগে আয়োজিত ‘প্রযুক্তি ও নীতি উদ্ভাবনের মাধ্যমে জ্বালানির রূপান্তর’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী  বাংলাদেশের অভিজ্ঞতা, সাফল্য ও সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করেন। এ সময় তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব আরোপের পাশাপাশি নবায়ণযোগ্য জ্বালানির চ্যালেঞ্জগুলো বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন।

জ্বালানি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, অভিজ্ঞতা বিনিময় ইত্যাদির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করণে এনার্জি চার্টার ফোরামকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ আন্তর্জাতিক অংশিদারীত্বের মাধ্যমে নিরবচ্ছিন্ন জ্বালানির সহজলভ্যের জন্য সহযোগিতা করতে বদ্ধপরিকর বলেও জানান। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আজারবাইজানের জ্বালানিমন্ত্রী পারভিজ শাহবাজভ, আলবেনিয়ার জ্বালানি উপমন্ত্রী ইলির বেজজা, স্পেন-এর জ্বালানি বিষয়ক উপসচিব ডমিনগুজ আবাসকেল, মঙ্গলিয়ার জ্বালানি উপমন্ত্রী গানতুলগা তুদেভখু, তুরস্কের উপমন্ত্রী আলপার্সলান বেইরাখতার ও  আন্তর্জাতিক এনার্জি চার্টার ফোরামের মহাসচিব ড. আরবান রুসনাক প্রমুখ। 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক