X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তিন উদ্যোগে ঘুরে দাঁড়াতে পারে পুঁজিবাজার

গোলাম মওলা
০১ নভেম্বর ২০১৯, ২১:১৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৯:৩১

তিন উদ্যোগে ঘুরে দাঁড়াতে পারে পুঁজিবাজার বিশ্ব পুঁজিবাজার যখন চাঙা, তখনও ধুঁকে ধুঁকে চলছে দেশের শেয়ারবাজার। প্রতিবেশী দেশ ভারতের শেয়ারবাজার গত কয়েক মাস ধরে চাঙাভাব বিরাজ করছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সর্বকালের সর্বোচ্চ অবস্থানে গিয়ে পৌঁছেছে। অথচ অব্যাহত দরপতনে দেশের পুঁজিবাজার প্রায় তলানীতে ঠেকেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মাত্র তিনটি উদ্যোগের মাধ্যমেই দেশের ঘুরে দাঁড়াতে পারে  দেশের পুঁজিবাজার।

জানতে চাইলে পুঁজিবাজার বিশেষজ্ঞ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘মাত্র তিন উদ্যোগেই সেরে যেতে পারে পুঁজিবাজারের সব অসুখ।’ বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘১. পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোয় যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব নিশ্চিত করা। ২. পুঁজিবাজার ও মুদ্রাবাজারে সুশাসন প্রতিষ্ঠা করা। ৩. নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকা।’ তিনি উল্লেখ করেন, ‘এই তিনটি বিষয় যদি নিশ্চিত করা সম্ভব হয়, তাহলে ঘুরে দাঁড়াতে পারে দেশের পুঁজিবাজার।’

গত কয়েক মাস ধরেই শেয়ারবাজারে ভয়াবহ মন্দা অবস্থা বিরাজ করছে। অব্যাহত পতনের কবলে পড়ে অক্টোবর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক হারিয়েছে প্রায় তিনশ পয়েন্ট। সূচকের এই বড় পতনের সঙ্গে দেখা দিয়েছে লেনদেনেও খরা। মাসজুড়েই প্রতি কার্যদিবসের ডিএসইতে লেনদেন হয়েছে দুই শ থেকে তিন শ কোটি টাকার ঘরে। তবে মাসের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন চারশ কোটি টাকার ঘর স্পর্শ করেছে। বৃহস্পতিবার এই বাজারে ৪০৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। খরার মধ্যে লেনদেন এদিন কিছুটা বাড়লেও সূচকের পতন অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচকের পতন হয়ছে। এর মাধ্যমে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই সূচকের পতন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দশমিক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬২৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, পুঁজিবাজারের চলমান মন্দায় বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা, পাশাপাশি ব্রোকারেজ হাউজগুলোয়ও দুর্দিন নেমে এসেছে। খরচ মেটাতে হিমশিম খাচ্ছে বেশির ভাগ ব্রোকারেজ হাউজ।

প্রসঙ্গত, লেনদেন থেকে পাওয়া কমিশনের ওপর ভর করেই মূলত ব্রোকারেজ হাউজগুলো চলে। কিন্তু পুঁজিবাজারের চলমান মন্দায় লেনদেন তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে লেনদেন থেকে পাওয়া কমিশন কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে অধিকাংশ ব্রোকারেজ হাউজগুলোকে।

এদিকে, শেয়ারবাজারের মন্দা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতি বিনিয়োগকারীদের অনাস্থাকেই প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। বিনিয়োগকারীদের পাশাপাশি অর্থনীতিবিদরাও মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থার প্রতি বিনিয়োগকারীদের অনাস্থার কারণেই শেয়ারবাজারের গতি ফিরছে না।

বিনিয়োগকারীরা গত ২৯ অক্টোবর সংবাদ সম্মেলন করে বিএসইসি পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে। সংবাদ সম্মেলনে তারা ২১টি দাবিও তুলে ধরেন।

বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খায়রুল হোসেনসহ সব কমিশনারকে অপসারণ করে সৎ, মেধাবী ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিশন পুনর্গঠন করা সম্ভব হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। এ জন্য  আমরা বিএসইসির পুনর্গঠন চাই।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদও বিএসইসি পুর্নগঠনের পরামর্শ দিয়েছেন। নিয়ন্ত্রক সংস্থার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার কারণে বাজারে বিপর্যয় ঘটেছে বলেও তিনি মনে করেন। তিনি বলেন, ‘বিএসইসিকে ভেঙে নতুন করে ঢেলে সাজালে চাঙা হতে পারে দেশের পুঁজিবাজার।’

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধের পাশাপাশি বাইব্যাক আইন পাস হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ইস্যু মূল্যের নিচে অবস্থান করা শেয়ারগুলো নিজ নিজ কোম্পানিকে ইস্যু মূল্যে শেয়ার বাইব্যাক করতে হবে। এছাড়া  বুকবিল্ডিং পদ্ধতি, ডিরেক্ট লিস্টিং পদ্ধতি বাতিল করা জরুরি বলেও তারা মনে করেন।

/এমএনএইচ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
গরমে খান দইয়ের এই ৫ শরবত
গরমে খান দইয়ের এই ৫ শরবত
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
এল ক্লাসিকোবার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও