X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীরা ভালো নেই: ঢাকা চেম্বার সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৯:২০আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:২৩

সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের সভাপতি ওসামা তাসীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর বলেছেন, ‘রফতানি বাড়ছে, ব্যবসা-বাণিজ্য বাড়ছে। কিন্তু, ব্যবসায়ীরা ভালো নেই। এর মূল কারণ, উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা করা হচ্ছে; কিন্তু লাভ হচ্ছে না। ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক পণ্যের চাহিদা কমায় ক্রমাগত লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।’

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআইয়ের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বেসরকারি খাতের দৃষ্টিতে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চিত্র তুলে ধরেন তিনি।

ওসামা তাসীর বলেন, ‘বেশিরভাগ ব্যাংক এখনও ১১ থেকে ১৫ শতাংশ হারে ঋণের সুদ নিচ্ছে। এক অংকে সুদহার বাস্তবায়ন ও খেলাপি ঋণ কমাতে সুশাসনের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি বলেও মনে করেন তিনি।’

ডিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘খেলাপি কমাতে হলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ঋণ খেলাপি শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। এটি ব্যাংক খাতের বড় সমস্যা। আর খেলাপি ঋণ না কমালে সুদহার কমানো কঠিন।’

দেশের পোশাক খাত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে উল্লেখ করে ওসামা তাসীর  বলেন, ‘উচ্চ পরিবহন ব্যয়, বেতন বৃদ্ধি ও উৎপাদনশীলতার অভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি, পোশাক উৎপাদন খাতে প্রতিযোগিতার সক্ষমতা পিছিয়ে যাচ্ছে। তাই পোশাক খাতের রফতানির ধারাবাহিকতা রক্ষায় আগামী তিন বছর তিন শতাংশ হারে নগদ প্রণোদনা দেওয়ার পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা কাজে লাগাতে পোশাক খাতের শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রণোদনা দিতে হবে।’

সুশাসনের অভাবে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়ন বাধাগ্রস্ত হচ্ছে দাবি করে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ‘পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য সুশাসনের পাশাপাশি মার্কেট স্থাপন এবং মিউচুয়াল ফান্ডের ব্যবহারকে উৎসাহিত করতে হবে।’

ডিসিসিআই সভাপতি কৃষিখাত, তৈরি পোশাক খাত, চামড়া, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংকিং খাত, পুঁজিবাজার, বন্দর ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ওপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে বেসরকারি খাতের প্রতিবন্ধকতাগুলো হ্রাসের জন্য কিছু নীতি সুপারিশ উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ওয়াকার চৌধুরী, সহসভাপতি ইমরান আহমেদসহ বিভিন্ন পরিচালকরা।

 

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া