X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ঋণখেলাপিদের সুযোগ ফের বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৯:৩৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৯:৩৯

ঋণখেলাপি ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে আবারও সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ পুনঃতফসিলের জন্য বাংলাদেশ ব্যাংক নতুন করে আবেদনপত্র নেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, পুনঃতফসিলের সুবিধা দিতে ঋণখেলাপিদের আবেদনের সময় আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে পাঁচবার সময় বাড়ালো।
তবে এবার বাংলাদেশ ব্যাংক বলছে, খেলাপি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণখেলাপিদের আবেদনের সময় আরও ৯০ দিন বাড়ানো ছাড়াও ব্যাংক ইচ্ছে করলে ঋণখেলাপিদের নতুন করে ঋণও দিতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা আছে, ঋণ পুনঃতফসিলের পর গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে নতুন করে ঋণ দিতে পারবে ব্যাংক। একইভাবে বিশেষ নিরীক্ষা ছাড়া টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের উদ্যোক্তাদেরও ঋণ দেওয়া যাবে। এর আগে ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে চারবার সময় বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। গত ১৬ মে জারি করা নির্দেশনা অনুযায়ী, খেলাপি ঋণ পুনঃতফসিল করতে ১৬ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। খেলাপিদের দাবির মুখে সময় বাড়িয়ে দেওয়া হয় সেপ্টেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত। পরে আবারও সময় দেওয়া হয় ২০ সেপ্টেম্বর পর্যন্ত। পরে আবারও একমাস সময় বাড়িয়ে ২০ অক্টোবর করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণখেলাপিরা মাত্র দুই শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা ১০ বছর। ইচ্ছাকৃত ঋণখেলাপিরাও এই সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, এই ধরনের ঋণখেলাপিকে প্রথম এক বছর কোনও কিস্তিও দিতে হবে না। চিহ্নিত এই ঋণখেলাপিদের গুনতে হবে ৯ শতাংশেরও কম সুদ।
প্রসঙ্গত, গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট ও ৯ শতাংশ সরল সুদে ১০ বছরের জন্য ঋণ পরিশোধের সুযোগ দিয়ে খেলাপি ঋণ পুনঃতফসিলের বিশেষ নীতিমালা জারি করা হয়। এই সার্কুলার জারি করার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) সময়ে ব্যাংকগুলো পাঁচ হাজার ৮৩৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) পুনঃতফসিল করেছে ১৫ হাজার ৪৬৯ কোটি টাকা। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে পুনঃতফসিলের মাধ্যমে খেলাপি ঋণ নিয়মিত করেছে তিন গুণেরও বেশি।

 

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০৫০ সাল নাগাদ ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুতির আশঙ্কা
২০৫০ সাল নাগাদ ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুতির আশঙ্কা
শ্রীলঙ্কায় বৃষ্টিতে পরিত্যক্ত শেষ ম্যাচ, সিরিজ বাংলাদেশের
শ্রীলঙ্কায় বৃষ্টিতে পরিত্যক্ত শেষ ম্যাচ, সিরিজ বাংলাদেশের
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
৬ কোটি টাকায় আবারও সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ
৬ কোটি টাকায় আবারও সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২