দেশিয় বস্ত্র ও পাটকলগুলোকে আধুনিক যন্ত্রপাতি ও ব্যবস্থাপনার আওতায় আনতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে চীন।
রবিবার সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে সাক্ষাতকালে সফররত চায়না টেক্সম্যাচ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্যাং উইয়ে এ প্রস্তাব দেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রস্তাব পাটশিল্পের উন্নয়নে খুবই ইতিবাচক। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, বতর্মানে বিজেএমসির অধীন ২৬টি পাটকল সচল রয়েছে। বন্ধ পাটকলগুলোকে উৎপাদনে ফেরাতে আধুনিক মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন চায়না টেক্সম্যাচ কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ফ্যাং উইয়ে, চীফ রিপ্রেজেন্টেটিভ জিয়াও পেংগ ও ডেপুটি জেনারেল ম্যানেজার ডব্লিইউ ইউ ফাই, বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ূন (অব.) খালেদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যুগ্ম সচিব মতিউর রহমান প্রমুখ।
/এফএইচ/