X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শীতের সবজিতে স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ০৬:৪৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৬:৫০

শীতের সবজিতে স্বস্তি অবশেষে শীতকালীন শাক-সবজির দাম কমতে শুরু করেছে। ইতোমধ্যেই শিমের দাম অর্ধেকে নেমে এসেছে। ফুলকপি, পাতাকপি, মুলা, শালগম, বেগুন, বরবটি, শসা, গাজরের মূল্যও কিছুটা কমেছে। তবে এখনও এসব সবজি ৪০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর মানিকনগর বাজার, সেগুনবাগিচা কাঁচা বাজার ও কাওরানবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
বাজারে ১০ টাকা থেকে ২০ টাকায় পালং শাক, মূলা শাক ও সরিষা শাকের আঁটি বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। আগামী দিনে সরবরাহ আরও বাড়বে। ফলে তখন দাম আরও  কমবে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। কাওরান বাজারে গত সপ্তাহে যে শিমের পাল্লা (৫ কেজি) ৩০০ টাকা বিক্রি হয়েছে, শুক্রবার তা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০-১২০ টাকা।

বাজারে নতুন আসা গোল আলুর কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০-১০০ টাকা। বরবটি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি। গত সপ্তাহে ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুনের দাম কমে ৪০-৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মূলা ৫০ টাকা থেকে কমে ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

ফুলকপি ও বাধাকপি আগের সপ্তাহের মতো ৩০-৪০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। পেঁপেও আগের মতো ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা গত সপ্তাহের মতোই ৬০-৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মানিকনগর এলাকার বাসিন্দা আলম কিরণ বলেন, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিছুটা কমলেও শীতের মৌসুম হিসেবে সবজির দাম আরও কমা দরকার। এখনও ছোট এক পিস ফুলকপি ৪০ টাকায় কিনতে হচ্ছে।

এদিকে ডালের (নেপালি) দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। মোটা চালের দাম কেজিতে বেড়েছে ১ টাকা। গত সপ্তাহে ৩৩ টাকা কেজিতে বিক্রি হওয়া মোটা চাল শুক্রবার বিক্রি হয়েছে ৩৪ টাকায়। অবশ্য সামান্য কমেছে মাঝারি মানের চালের দাম। তবে সরু চালের দাম কমেনি। গত সপ্তাহের মতোই ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ময়দা কেজিতে ১ টাকা বেড়েছে। তবে বাজারে কমেছে ডিম, ব্রয়লার মুরগি ও আদার দাম।

/জিএম/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক!
ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক!
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল