X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মূল্য কমেছে দেশি পেঁয়াজের, বেড়েছে চালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৭:৪৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৮:১৪

মূল্য কমেছে দেশি পেঁয়াজের, বেড়েছে চালের বাজারে দেশি পেঁয়াজের মূল্য কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের মূল্য কেজিতে কমেছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। তবে আমদানি করা পেঁয়াজের মূল্য সামান্য বেড়েছে। একইসঙ্গে চালের মূল্য বেড়েছে কেজিতে ৫ টাকা। বেড়েছে খোলা সয়াবিন তেল ও ডালের মূল্যও। শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মানিকনগর বাজার, সেগুনবাগিচা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

একইভাবে সবজির বাজারেও কোনও স্বস্তি নেই। বাজারগুলোতে শিম, টমেটো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, শালগম পর্যাপ্ত থাকার পরও মূল্য বেশ চড়া। বেশ কয়েকটি সবজির মূল্য গত সপ্তাহের তুলনায় নতুন করে বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, ভালোমানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বেশ কিছু দোকানে ৯০ টাকা কেজি দরেও এই পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। গত সপ্তাহে এই পেয়াজ বিক্রি হয় প্রতিকেজি ১৫০ থেকে ১৭০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনগুলোতে এই পেঁয়াজের মূল্য আরও কমবে। তবে, ক্রেতারা বলছেন, বাজারে এখনও পেঁয়াজের মূল্য অনেক বেশি। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত এক বছরে দেশি পেঁয়াজের মূল্য বেড়েছে ৩০৪ শতাংশ। আর এক বছরে আমদানি করা পেঁয়াজের মূল্য বেড়েছে ৩৭৮ শতাংশ। গত বছরের এই দিনে (২০১৯ সালের ১৭ জানুয়ারি) এককেজি দেশি পেঁয়াজের মূল্য ছিল ২২ টাকা। একইদিন এককেজি আমদানি করা পেঁয়াজের মূল্য ছিল ২০ টাকা।

এদিকে, বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শসার দাম দ্বিগুণ বেড়ে এখন ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৩০-৫০ টাকা, করলা ও পাকা টমেটো ৪০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন গোল আলু ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শালগম বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। এছাড়া বেগুন, শিম, গাজর বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিপিস বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। মুলা বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। বাজারে প্রতিকেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। মিষ্টি কুমড়া (ছোট) ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

গত সপ্তাহের তুলনায় চালের মূল্য বেড়েছে। বাজারে প্রতিকেজি সরু চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫৫ টাকা। বাজারে প্রতিকেজি নাজির বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা। গত সপ্তাহে এই চালের মূল্য ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর ভালোমানের নাজির চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। এই চাল গত সপ্তাহে বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকা। মাঝারি মানের চালের মূল্য এখন ৪৮ থেকে ৫২ টাকা। গত সপ্তাহে এই চাল বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকা।

মূল্য বেড়েছে খোলা সয়াবিন তেলের। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৪ থেকে ৯৬ টাকা। এক সপ্তাহ আগে এই সয়াবিন তেল ৯১ থেকে ৯৩ টাকা লিটার বিক্রি হয়।

/জিএম/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়