behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট২০:৩৫, ডিসেম্বর ১৪, ২০১৫

দেশের কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুদ (ফরেক্স রিজার্ভ) আবারও ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ দুই হাজার ৭০০ কোটির বেশি।

সোমবার লেনদেন শেষে বৈদেশিক মুদ্রার সঞ্চিতি এ মাইলফলক অতিক্রম করে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।

প্রতি মাসে ৩ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে এই রিজার্ভ দিয়ে ৯ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে বলে সূত্র জানায়।

সূত্র জানায়, রফতানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ নভেম্বর মাসে বৃদ্ধি পাওয়ায়, বৈদেশিক মুদ্রার মজুদ এই মাইল ফলকে উন্নীত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় ৩ কোটি ৭৫ লাখ ডলার বেশি প্রবাসী আয় (রেমিটেন্স) দেশে পাঠিয়েছেন বিদেশে কর্মরত বাংলাদেশিরা।  এর পরিমাণ ১১৩ কোটি ৭৫ লাখ ডলার। তবে এর পরিমাণ গত বছরের নভেম্বরে তুলনায় ৪ কোটি ৫৪ লাখ ডলার কম। আর এ বছর নভেম্বরে গত বছরের একই মাসের তুলনায় রফতানি বেড়েছে ১৩ দশমিক ৭৩ শতাংশ।

এদিকে, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৫ মাসে প্রবাসী আয় কমেছে দশমিক ৬৮ শতাংশ। এ সময় রেমিট্যান্স এসেছে ৬১৭ কোটি ডলার। গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২১ কোটি ২০ লাখ ডলার।

রেমিটেন্সের কমলেও চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রফতারি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৭১ শতাংশ। যা লক্ষ্যমাত্রা তুলনায় দশমিক ০১ শতাংশ বেশি। এ সময় এক হাজার ২৮৭ কোটি ৯০ লাখ ডলার লক্ষ্যমাত্রা বিপরীতে রফতানি বাবদ বাংলাদেশ আয় করেছে ১ হাজার ২৮৭ কোটি ৯৮ লাখ টাকা। 

/এফএইচ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ