X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গ্রাহক বলছে লোডশেডিং, কোম্পানি বলছে সমস্যা নেই

সঞ্চিতা সীতু
০৭ এপ্রিল ২০২০, ০৭:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৫:২৪

লোড শেডিং করোনাভাইরাসের প্রকোপের মধ্যে মানুষ ঘরেই থাকছে সারা দিন। কিন্তু ঘরে থাকাকে দুর্বিষহ করে তুলছে লোডশেডিং। অনেক এলাকার গ্রাহকরা অভিযোগ করছেন, প্রায় প্রতিদিনই লোডশেডিং হচ্ছে। করোনা পরিস্থিতিতে বাসায় অবস্থানের সময় এই ভোগান্তি মেনে নিতে পারছেন না তারা। গত কয়েকদিন ধরেই এই সমস্যায় পড়ছেন গ্রাহকরা। যদিও সরকারের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে বিদ্যুতের কোনও সমস্যা নেই।

রাজধানীর মান্ডার বাসিন্দা আসাদ জানান, আগে এমন কোনও দিন হয়নি। এখন প্রায় প্রতিদিনই বিদ্যুৎ যাচ্ছে। প্রথমে আমি এটাকে যান্ত্রিক ত্রুটি ভাবলেও এখন মনে হচ্ছে লোডশেডিং। কারণ, প্রতিদিন তো আর যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ যাবে না।

রামকৃষ্ণ মিশন রোড থেকে অভিজিৎ জানান, প্রায় প্রতিদিন কম করে হলেও ৩০ মিনিট বিদ্যুৎ থাকে না। আগে এত খারাপ লাগতো না। এখন ঘরে বসে আছি। এরপর আবার গরমও পড়ছে। এখন ভোগান্তি হচ্ছে। একই অভিযোগ করেন মিরপুরের বাসিন্দা মাসুদ, রামপুরা হাজিপাড়ার বাসিন্দা মুকুল, মোহাম্মদপুরের পারভেজ, নীলয়সহ অনেকেই। বনশ্রীর এফ ব্লকের বাসিন্দা মিথি জানান, তাদের বাসায় আগে কখনও এমন নিয়মিত বিদ্যুৎ যায়নি, কিন্তু এখন প্রায় প্রতিদিন লোডশেডিং হচ্ছে। রোববারও প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

এসব অভিযোগের বিষয়ে ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, কোথাও কোনও লোডশেডিং হচ্ছে না। বরং করোনায় ঘরে থাকা মানুষ যাতে স্বস্তিতে থাকে সেই চেষ্টা করা হচ্ছে। কোথাও বিদ্যুতের সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের কল সেন্টার ১৬১১৬ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা দ্রুত ব্যবস্থা নেবো। তিনি বলেন, গত রোববার উলন গ্রিডে সমস্যার কারণে প্রায় একঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল এর আশপাশের এলাকা। আমরা যত দ্রুত সম্ভব মেরামত করেছি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

শুধু শহরে নয়, গ্রামে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান আরইবির বিরুদ্ধেও এমন অভিযোগ উঠছে। তবে আরইবি কর্তৃপক্ষও ডিপিডিসির মতো জানিয়েছে তাদের কোনও লোডশেডিং নেই। যান্ত্রিক ত্রুটি হতে পারে। সেক্ষেত্রে একইভাবে তাদের হটলাইন নম্বরে ফোন দিতে বলেছে গ্রাহকদের। তাদের হটলাইন নম্বর হচ্ছে ০২-৮৯০০৫৭৫।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়