X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জন্মতারিখ ঠিক নাই অর্থমন্ত্রীর

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ২০:৩২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২০:৩৬
image

আবুল মাল আবদুল মুহিত নিজের জন্মতারিখ ঠিক নাই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রীর প্রকৃত জন্মতারিখ ১৯২৪ সালের ২৫ জানুয়ারি হলেও সার্টিফিকেটে নাকি তার জন্ম তারিখ লেখা হয়েছে ১ জুন। এ নিয়ে তার আক্ষেপ থাকলেও কোনও অভিযোগ নাই কারও বিরুদ্ধে।

তিনি ছোটবেলার স্মৃতি রোমান্থন করে বলেছেন, আমাদের জন্মের সময় তারিখ লিখে রাখার রেওয়াজ ছিল না। বড়রা আমাদের ধরে স্কুলে নিয়ে গেছেন আর হেড স্যার ভর্তি করিয়ে নিয়েছেন। কেন্দ্রীয় পরীক্ষার ফরম পূরণের সময় স্কুলের কেরানি স্যার যে একটা জন্ম তারিখ লিখে দিয়েছেন, ব্যাস হয়ে গেছে। তাই দিয়েই চলছে। আবার কোনও কোনও ফরমে জন্ম তারিখের কথাই ছিল না। কোথাও হয়তো আনুমান করেও  একটা বয়স লিখে দিলেই চলতো।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে বেতন ও পেনশনের টাকা উত্তলনের সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরাজমান হয়রানি ও জটিলতা দূর করতে অর্থমন্ত্রণালয় অনলাইন পদ্ধতি প্রবর্তন করেছে। এ সময় অর্থমন্ত্রী নতুন এ পদ্ধতির সুবিধাগুলো ব্যাখ্যা করার সময় এ সব কথা বলেন।

অর্থমন্ত্রী ধারণা করে বলেছেন, বয়স্ক লোকদের কারোরই হয়তো জন্ম তারিখ ঠিক নেই। তাদের সবারই জন্ম তারিখ একেক জায়গায় একেক রকম বলে জানান তিনি।

উল্লেখ্য, এখন থেকে অর্থ মন্ত্রণালয়ের অনলাইনে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্রের নম্বর টিপেই যে কোনও পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী তার বেতন ও পেনশনের টাকার পরিমাণ ও উত্তলনের প্রক্রিয়া সম্পর্কে সহজেই জানতে পারবেন।

অনেকের জাতীয় পরিচয়ত্রে নম্বর, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, ঠিকানাসহ বিভিন্ন ধরনের ভুল-ভ্রান্তি রয়েছে। এ ছাড়া অনেক কর্মকর্তার সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত তারিখের মধ্যে গরমিল রয়েছে। এ সব জাতীয় পরিচয়পত্র দিয়ে অনলাইনে প্রবেশ করে বেতন ও পেনশনের অর্থ নিরূপণ ও উত্তোলন করা যাবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বয়স নিয়ে ওপরে উল্লেখিত গল্প করেন।

এ জন্য অর্থমন্ত্রী কোনও সরকারি কর্মকর্তা বা কর্মচারীর জাতীয় পরিচয়পত্র ভুল থাকলে তা সংশোধন করে নেওয়ারও পরামর্শ দেন।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ