behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

কৃষি পণ্য রফতানিতে ভর্তুকি কমাতে সম্মত ডব্লিউটিও

বিজনেস ডেস্ক১৫:২৩, ডিসেম্বর ২১, ২০১৫

nonameদীর্ঘ আলোচনার পর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যভুক্ত দেশগুলো কৃষি পণ্য রফতানিতে ভর্তুকি কমাতে সম্মত হয়েছে। তবে বেশকিছু বাণিজ্যিক বাধা সম্পর্কে কোনো সমাধানে পৌঁছতে পারেনি সদস্যদেশগুলো।

কেনিয়ার রাজধানীর নাইরোবিতে ডব্লিউটিও’র ৫ দিনব্যাপী সম্মেলনের শেষ অংশে  সদস্যভুক্ত দেশগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছে।

সম্মেলনের শেষ অধিবেশনে গত শনিবার ডব্লিউটিওর প্রধান রবার্তো আজেভেদো বলেন, এটি একটি অসাধারণ সিদ্ধান্ত। রফতানি বাণিজ্যের প্রতিযোগিতা আরও বেশি সুষম ও স্বচ্ছ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ইউরোপীয়ান কমিশন বলছে, বাণিজ্যে আরও স্বচ্ছতা আনতে এটি অনেক ভালো সিদ্ধান্ত। পাশাপাশি, এতদিন এ সিদ্ধান্তটি চূড়ান্ত হওয়ার বিষয়ে যারা সন্দিহান ছিলেন, এটি তাদের সন্দেহও দূর করবে।

এ সম্মতির ফলে ধনী দেশগুলো তাদের রফতানি করা কৃষি পণ্যে ভর্তুকি কমাবে। তবে, উন্নয়নশীল এ ভর্তুকি কমাতে ২০১৮ সাল অবধি সময় চেয়েছে।কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমিনা মোহাম্মদ বলেন, এ নতুন সিদ্ধান্তের ফলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিভাজন কমানো সম্ভব।

ডব্লিউটিও’র মতে, এ সিদ্ধান্তের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর কৃষকদের মধ্যকার প্রতিযোগিতা আরও স্বচ্ছ হবে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, এ জন্য আরও বেশ কিছু বাণিজ্য বাধা দূর করতে হবে। সূত্র: বিবিসি।

/এফএইচ/

 

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ