X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফুঁসে উঠছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৮
image

অষ্টম বেতন কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংককে ‘অবনমন’ করার প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংক চত্বরে মানববন্ধন অষ্টম বেতন কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংককে ‘অবনমন’ করার প্রতিবাদে ফুঁসে উঠছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। প্রতিদিনই তারা কালো ব্যাজ ধারণ এবং টানা মানববন্ধনসহ নতুন নতুন শান্তিপূর্ণ কর্মসূচি হাতে নিচ্ছেন। আজ মঙ্গলবারও সব কর্মকর্তা নির্ধারিত কাজ ফেলে কেন্দ্রীয় ব্যাংক চত্বরে মানববন্ধন করেছেন। এর আগে কালো ব্যাজ ধারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি দিয়েছেন। তবে ব্যাংকারদের এ আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে অষ্টম বেতন কাঠামোতে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করেছেন অর্থমন্ত্রী। এর আগে দাবি আদায়ে সোমবার তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় ঘিরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালনকালে অফিসার্স  কাউন্সিলের কর্মকর্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দাবি আদায় না হলে নতুন বছরে কর্মবিরতিসহ রাস্তায় নেমে আসবেন’।
এদিন দুপুরের বিরতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ সমাবেশ করা হয়। এর আগে সোমবার ও রবিবারও একই কর্মসিূচি পালন করা হয়।
গত ১৫ ডিসেম্বর সরকার নতুন বেতন কাঠামোর গেজেট জারির পর ২২ ডিসেম্বর মঙ্গলবার কাঠামোতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ‘অবনমন’ করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে কাউন্সিল। কাউন্সিলের অভিযোগ, সরকার ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশ করার সময় সহকারী পরিচালকদের আগের বেতন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান অর্থাৎ ৮ম গ্রেডে থাকলেও নতুন বেতন কাঠামোতে এক ধাপ পিছিয়ে নবম গ্রেডে দেওয়া হয়েছে। অবশ্য নতুন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অষ্টম গ্রেডে রাখা হয়েছে।

দাবি আদায়ে কর্মকর্তারা আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ৩১ ডিসেম্বর সকাল ১০টায় প্রতীকী কলম বিরতি কর্মসূচি পালন করবে।

/জিএম/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!