X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

১৪টি প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৫, ২০:০০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২০:২৯


বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ১৪টি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫ লাখ টাকা অনুদান দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪টি প্রতিষ্ঠানে সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ও চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর  চৌধুরী, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক  মোহাম্মদ  নওশাদ আলী  চৌধুরীসহ অনুদান সহায়তাপ্রাপ্ত ১৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
এ সময় গভর্নর বলেন, প্রতি বছর বাংলাদেশ ব্যাংকের বার্ষিক মুনাফা হতে ৫ কোটি টাকা অনুদান হিসেবে নিয়ে এ তহবিলটি পরিচালনা করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হলেও বর্তমান এটি ১০ কোটিতে উন্নিত করা হয়েছে।

তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে এ তহবিলের আওতায় ১৪টি প্রকল্পে ৫ কোটি দুই লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে শিক্ষাখাতে দেওয়া হয়েছে ২৫ লাখ টাকা, স্বাস্থ্যখাতে ৭০ লাখ টাকা, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ খাতে ৫৭ লাখ টাকা, পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ খাতে ১৫ লাখ টাকা, মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি খাতে ২ কোটি ৬০ লাখ টাকা এবং অন্যান্য খাতে আরও ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

অনুদান পাওয়া প্রতিষ্ঠানসমূহ হচ্ছে বাংলাদেশ পৌষ, অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ, ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ, বাংলাদেশ আরচারি ফেডারেশন, ই-এডুকেশন বাংলাদেশ, সাপ্তাহিক শিক্ষাবিচিত্রা এবং অ্যাসোসিয়েশান ফর রুরাল ডেভলপমেন্ট অ্যান্ড স্টাডিজ, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল, বীর মুক্তিযোদ্ধা বিদ্যুৎ চৌধুরী ফাউন্ডেশন, রামকৃষ্ণ মিশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল, অন্বেষণ, বস, এএসওডি, উত্তরা ডেভেলপমেন্ট  প্রোগ্রাম  সোসাইটি ।

/জিএম/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা