X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকার বেশি

০৫ জানুয়ারি ২০১৬, ১৫:২৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:২৮
image

ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকার বেশি ডিএসইতে মঙ্গলবার সবগুলো মূল্য সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে ৩৮ দশমিক ৩২ শতাংশ। ফলে লেনদেন ছাড়ায় ৬০০ কোটি টাকার ঘর।
অপর বাজার সিএসইতে সবগুলো মূল্য সূচকের সঙ্গে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেন বেড়েছে ৩২ দশমিক ১৫ শতাংশ।
এ ছাড়া, ডিএসইতে দুই শতাধিক এবং সিএসইতে দেড় শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ডিএসইএক্স সূচক বেড়েছে ২৫ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৮ পয়েন্টে। আর ৭ পয়েন্ট বেড়ে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৭৬৪ পয়েন্টে।
এ দিন ডিএসইতে ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৫৮ লাখ টাকা। এ দিন বাজারে লেনদের হয়েছে ৬০৮ কোটি ৪৭ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৮৯ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো, ইফাদ অটোজ, বেক্সিমকো ফার্মা, কেডিএস অ্যাক্সেসরিজ, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, সামিট পাওয়ার এবং সামিট পোর্ট অ্যালায়েন্স।

সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৫ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১১ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ৫৭ এবং সিএসই৩০ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।

এ দিন সিএসইতে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৬৩ লাখ টাকা। এ দিন বাজারে ৩৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৯৫ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো বেক্সিমকো, সামিট পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং কেডিএস অ্যাক্সেসরিজ।

/এফএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা