X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১
বিশ্ব ব্যাংকের পূর্বাভাস

চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ

গোলাম মওলা
০৭ জানুয়ারি ২০১৬, ০১:৪৯আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ০২:৩৭


বিশ্বব্যাংক প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমি প্রসপেক্টস-২০১৬’ প্রতিবেদন বাংলাদেশে এবার জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) প্রবৃদ্ধির হার ৬.৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে পরবর্তী দুই বছরে এই প্রবৃদ্ধির হার আরও বাড়তে পারে বলেও আশা করছে সংস্থাটি। যদিও প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতির হার এখনও হতাশাজনক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছে সংস্থাটি। বুধবার মধ্যরাতে প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমি প্রসপেক্টস-২০১৬’ শীর্ষক এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়। তবে, প্রতিবেদনটিতে অর্থবছরের হিসাব বিবেচনা করা হয়নি। এটি তৈরি করা হয়েছে ক্যালেন্ডারের বছরের হিসাবে।
বিশ্ব ব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে গত দুই বছরের চেয়ে জিডিপি প্রবৃদ্ধির হার দশমিক ২ শতাংশ বাড়বে। এর আগে গত দুই বছরে সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। একই সঙ্গে, আগামী দুই বছর এই প্রবৃদ্ধি আরও বেড়ে ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছাতে পারে বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, তুলনামূলকভাবে বাংলাদেশে এখনও মূল্যস্ফীতির হার বেশি। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতির হার সন্তোষজনক নয়। এর মূল কারণ-পরিবহন ব্যয় বেশি, বহিঃবিশ্বের সঙ্গে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্যের সমন্বয় না থাকাকেও দায়ী করেছে বিশ্বব্যাংক।
ভারত-পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি হার কমিয়ে আনতে নীতিতে পরিবর্তন এনেছে। এই নীতির কারণেই শ্রীলঙ্কায় রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতির হার কমে গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবকাঠামো উন্নয়ন ও পাবলিক সেক্টরে বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধির কারণে আগামী দিনে ৬ দশমিক ৮ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। বাজেট ঘাটতি পূরণে সরকারের ঋণ নির্ভরশীলতা বাংলাদেশের ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য ঝুঁকি বলেও উল্লেখ করা হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোয় ২০১৫ সালে প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩ শতাংশে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জের কারণে এই প্রবৃদ্ধি কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর পরবর্তী দুই বছরের প্রবৃদ্ধি নির্ভর করবে উচ্চ আয়ের দেশগুলোর উৎপাদন, খাদ্য মূল্যে স্থিতিশীলতা, মুদ্রানীতি ও চীনের অর্থনৈতিক প্রক্রিয়ার ওপর।
এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবহন ব্যয় বেশি হওয়া, বহিঃবিশ্বের সঙ্গে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্যের সমন্বয় না করার কারণে মূল্যস্ফীতির হার এখনও সন্তোষজনক পর্যায়ে আসেনি। জিডিপির প্রবৃদ্ধিও যে হিসাব ধরা হয়েছে, তা মূলত ক্যালেন্ডার বছর ধরে।’ অর্থবছরের হিসাবে যা কিছুটা কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। অর্থাৎ ২০১৫-১৬ সালে এ হার সাড়ে ৬ শতাংশ হবে বলে তিনি জানান।

বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম সমন্বয় করার সময় এসেছে বলেও তিনি মনে করেন বলে জানান।

/জিএম/এসএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি