X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেশে চা উৎপাদনের নতুন রেকর্ড

সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল
০৭ মার্চ ২০১৬, ১৫:৪১আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৯:১৯

চা পাতা সংগ্রহ করছেন শ্রমিকরা চা উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০১৫ সালে দেশে চা উৎপাদিত হয়েছে ৬ কোটি ৭৪ লাখ কেজি। ২০১৪ সালে এর পরিমান ছিল ৬ কোটি ৩৮ লাখ কেজি। এক বছরের ব্যবধানে উৎপাদন বেড়েছে ৩০ লাখ কেজিরও বেশি। তবে ২০১৩ সালে চা উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড ছিল ৬ কোটি ৬৩ লাখ কেজি।
চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি ৬০ লাখ কেজি। তবে বছর শেষে এ উৎপাদন বেড়ে দাঁড়ায় ৬ কোটি ৭৪ লাখ কেজিতে।
এ বিষয়ে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) পরিচালক ড. মাঈন উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, অনুকূল আবহাওয়া, উৎপাদন এলাকার সম্প্রসারণ, ক্লোন গাছের ব্যবহার বৃদ্ধি এবং চা বোর্ডের নজরদারির ফলে গত মৌসুমে চা উৎপাদন বেড়েছে।
চা বোর্ডের তথ্যানুযায়ী, ২০০৮ সালে দেশে ৫ কোটি ৮৫ লাখ কেজি, ২০০৯ ও ২০১০ সালে ৬ কোটি কেজি করে, ২০১১ সালে ৫ কোটি ৯১ লাখ কেজি, ২০১২ সালে ৬ কোটি ৩০ লাখ কেজি চা উৎপাদিত হয়।
জানা গেছে, গত কয়েক বছরে দেশে চায়ের চাহিদার সঙ্গে উৎপাদনও বেড়েছে কয়েকগুণ। ফলে কমেছে চা রফতানি। আর এ সুযোগকে পুঁজি করে ভালো চায়ের সঙ্গে আমদানি করা নিম্নমানের চা বাজারজাত করছেন কিছু অসাধু ব্যবসায়ী। গত বছরই বাংলাদেশে চা আমদানি হয়েছে ১ কোটি ৫৮ লাখ কেজি।

এ বিষয়ে শ্রীমঙ্গলের গুপ্ত টি হাউজের মালিক ভোলাদাশ গুপ্ত বলেন, ‘৭টি ব্রোকার হউসের মাধ্যমে সারাদেশে চা পাতা বিক্রি হয়। তবে কিছু অসৎ ব্যবসায়ী নিম্নমানের চা আমদানি করে দেশীয় চায়ের সঙ্গে মিশিয়ে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে, যা দেশের বাজার নষ্ট করছে।’

এ অবস্থায় দেশের চা শিল্পকে রক্ষা করতে আমদানির ওপর ট্যারিফ বাড়ানোর পাশাপাশি বিদেশে দেশি চায়ের বাজার সৃষ্টিতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন চা ব্যবসায়ীরা।

চা বোর্ডের তথ্যানুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশ থেকে চা রফতানি হয়েছে ৭৫ হাজার ৮৭০ কেজি। বিপরীতে আমদানি হয়েছে ১ কোটি ৫৮ লাখ কেজি।

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের হিসাবে, বর্তমানে দেশে ১৬৩টি চা-বাগান রয়েছে। দেশে মোট এক লাখ ১৬ হাজার হেক্টর চা চাষের উপযোগী জমি থাকলেও ২০১৩ সাল পর্যন্ত মাত্র ৫৪ হাজার হেক্টর জমিতে চা চাষ হতো। আর ৬২ হাজার হেক্টরের মতো জমি অব্যবহৃত ছিল। তবে দেশে ও বাইরে চাহিদা বাড়ায় সম্প্রতি দেশে চা উৎপাদনও বেড়ে যায়।

এছাড়া ভাবিষ্যতে চা উৎপাদন বাড়াতে বাংলাদেশ চা বোর্ডের নেওয়া প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে ২০২১ সালে দেশে ১০ কোটি কেজি চা উৎপাদন সম্ভব বলে মনে করেন বিটিআরআইয়ের পরিচালক ড. মাঈন উদ্দিন আহমেদ।

জানা যায়, চা উৎপাদন বাড়াতে আগামী ১২ ব্ছরে ১০টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিটিআরআই। প্রকল্পগুলোর আওতায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও পঞ্চগড় জেলার ছয় হাজার ৪৪০ হেক্টর পতিত জমিতে আরও ১০৬টি চা বাগান তৈরি করা হবে।

/এসএনএইচ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা