X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে পতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ১৫:২১আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৫:২৩

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৩৬১ কোটি ৫০ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ৩৯ লাখ টাকা।

এছাড়া সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩২ কোটি ৮৮ লাখ টাকা। যার মধ্যে ডিএসইতে কমেছে ৩১ কোটি ৭ লাখ এবং সিএসইতে কমেছে ১ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৭৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৮২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ৩১ কোটি ৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং ৯ দশমিক ০৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৩৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আমান ফিড, কেয়া কসমেটিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, বেক্স ফার্মা, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার এবং সিএমসি কামাল।
সোমবার সিএসইর লেনদেন চিত্র

সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৭৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৮১ লাখ টাকার বেশি।
সোমবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৩৮০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট কমে ১২ হাজার ৫০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৪ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৯৩ পয়েন্টে  এবং সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউসিবিএল, প্রাইম লাইফ ইন্সুরেন্স, আমান ফিড, ন্যাশনাল ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, আইটিসি এবং খান ব্রাদার্স পিপি ওভেন।
/এসএনএইচ

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!