X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক কমেছে ৩২ ও সিএসইতে ৬২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ১৪:৩৮আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৫:১৯


ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩১ দশমিক ৯২ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৬২ পয়েন্ট।

এছাড়া গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১১১ কোটি ৪৯ লাখ টাকার বেশি। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৩৪৩ কোটি ৭৯ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৪৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ৬৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৭ কোটি ২১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং ১৭ দশমিক ৭১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, এএফসি এগ্রো, বিএসআরএম লিমিটেড, বেক্স ফার্মা, আমান ফিড, এনএফএমএল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল এবং ওরিয়ন ইনফিউশন।

মঙ্গলবার সিএসই’র লেনদেন চিত্র সিএসই 


অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২০ কোটি ৩১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ২৮ লাখ টাকার বেশি।
মঙ্গলবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ২৪২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৩ দশমিক ০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ পয়েন্ট কমে ৯৮৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৫ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১২ হাজার ৩১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৪২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  কেয়া কসমেটিকস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, এনএফএমএল, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, সামিট পাওয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনাইটেড পাওয়ার এবং বিএসআরএম লিমিটেড।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ