X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
আতঙ্কে আতিউরপন্থীরা

সহকারী মুখপাত্র পদ থেকে আসাদকে অব্যাহতি

গোলাম মওলা
২৪ মার্চ ২০১৬, ১৮:২২আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৮:২২




সংবাদ সম্মেলনে আতিউরের কানে পরামর্শ দিচ্ছেন আসাদুজ্জামান কেন্দ্রীয় ব্যাংকে ভালো নেই সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সর্মথকরা। চাকরি হারানোর ভয়ে আতঙ্কে আছেন অনেকেই। গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক আ ফ ম আসাদুজ্জামানকে সহকারী মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, আসাদুজ্জামানের নিয়োগ মূলত চুক্তিভিত্তিক। আর চুক্তিভিত্তিক নিয়োগের ধারা অনুযায়ি তার কাজের সীমা আছে। নিয়োগপত্রে মুখপাত্রের বিষয়টি না থাকায় তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক বুধবার একটি প্রজ্ঞাপনও জারি করেছে।
প্রসঙ্গত, আতিউর রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপে আসাদুজ্জামান একের পর এক পদোন্নতি পান। এমনকি মেয়াদ শেষ হওয়ার পরও মহাব্যবস্থাপক হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় গভর্নরের পদ থেকে যেদিন ড. আতিউর রহমান পদত্যাগ করেন, সেদিন সংবাদ সম্মেলনে বেশ তৎপর দেখা যায় আ ফ ম আসাদুজ্জামানকে। সংবাদ সম্মেলনে আতিউর রহমানের কানে কানে পরামর্শও দেন তিনি। শুধু তাই নয়, সেদিন অফিস থেকে ছুটি না নিয়ে তিনি আতিউর রহমানের সংবাদ সম্মেলনে উপস্থিত হন।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে বৃহস্পতিবার সকাল থেকে আ ফ ম আসাদুজ্জামানের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এর আগে ড. আতিউর রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত ডেপুটি গভর্নর আবুল কাসেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেয় সরকার। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তার তালিকা করা হয়েছে, যারা ড. আতিউর রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাদের ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত হতে পারে। যদিও গভর্নর হিসাবে যোগ দেওয়ার পর ফজলে কবির সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশে কেন্দ্রীয় ব্যাংকে সংস্কার করা হবে।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী