X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ক্রেডিট রেটিংয়ে টানা ছয়বার শীর্ষে মেটলাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৬, ২০:১০আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২০:১২

মেটলাইফ ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) থেকে ট্রিপল  এ  ক্রেডিট রেটিং পেয়েছে মেটলাইফ।  বীমা  ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক সক্ষমতা ও শক্তিশালী তহবিল কাঠামো রেটিং ট্রিপলে। ২০১০ সাল থেকে টানা ছয়বারের মতো সম্মানজনক এ স্বীকৃতি পেল মেটলাইফ বাংলাদেশ।
মেটলাইফের ক্রেডিট রেটিং-এর এ অর্জন প্রতিষ্ঠানটির বীমাকারীদের দায়পূরণে সক্ষম তহবিল ও আর্থিক সামর্থ্যকে প্রকাশ করে। এ স্বীকৃতি দেওয়ার সময় বীমার প্রবিধানের প্রকৃতি ও বীমা আইন ২০১০ এবং এ সম্পর্কিত বিজ্ঞপ্তি ও নির্দেশনার পাশাপাশি আইডিআরএ থেকে ইস্যুকৃত অন্যান্য প্রায়োগিক আইন ও বিধিমালার সাথে বীমা প্রতিষ্ঠানের সামঞ্জস্য যাচাই করে দেখে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। প্রতিষ্ঠানের আর্থিক অনুপাত, প্রতিবেদন ও অন্যান্য তথ্যের গুণগতমান এবং পরিমাণগত বিশ্লেষণের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং  প্রক্রিয়া সম্পন্ন হয়।
এছাড়া, প্রশাসনিক নীতি, বীমা ও তথ্য ব্যবস্থাপনা এবং নানা বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির কাজের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

সিআরএবির প্রতিবেদনে বলা হয়, এ রেটিং মেটলাইফের শক্তিশালী প্রতিযোগিতামূলক অবস্থান, সুযোগ্যভাবে পরিচালনার দক্ষতা, মুনাফা ও সম্পদের উচ্চমানের পাশাপাশি শক্তিশালী তারল্য অবস্থানকেই নির্দেশ করে। এছাড়া, এ রেটিং প্রতিষ্ঠানটির গোষ্ঠী বীমা ক্ষেত্রে সক্ষমতাও প্রকাশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রিপল এ রেটিংপ্রাপ্ত জীবনবীমা প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদিভাবে ‘অত্যন্ত শক্তিশালী ও আর্থিকভাবে নিরাপদ’ প্রতিষ্ঠানগুলোরই অন্তর্ভুক্ত।

মেটলাইফ বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আব্দুল কাদের জোয়াদ্দার বলেন, ‘গ্রাহকদের সম্ভ্যাব্য সব সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের দক্ষতা ও দৃঢ় অঙ্গীকার রক্ষার প্রমাণ এ রেটিং। এর মাধ্যমেই বোঝা যায়, বীমাশিল্পে আমরা শীর্ষ অবস্থানে রয়েছি। বীমা সেবা নেওয়ার ক্ষেত্রে গ্রাহক আস্থাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরা সারাবিশ্বে আমাদের গ্রাহক ও সব অংশীদারদের জন্য সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।

উল্লেখ্য, সর্বনিন্ম ‘ডি’  থেকে সর্বোচ্চ  ট্রিপল ‘এ’ পর্যন্ত এ ক্রেডিট রেটিং দেওয়া হয়। যেসব বীমা প্রতিষ্ঠান তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে  আইন ও প্রাসঙ্গিক কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধাশীল এবং এক্ষেত্রে যাদের প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা রয়েছে ও যারা আইন অনুযায়ী গ্রাহকদের প্রাপ্য পরিশোধ করে তারাই সর্বোচ্চ এ রেটিং পায়।

/সিএ/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা