behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৫৪ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৫:১৭, মার্চ ২৭, ২০১৬

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে প্রায় ৫৪ কোটি ৭১ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ২৯৫ কোটি ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৬৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসই’র লেনদেন চিত্রডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৯৫ কোটি ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২৯ কোটি ৭১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫১ কোটি ৬০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৫৭ পয়েন্টে এবং ৪ দশমিক ৩১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৫১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিমিটেড, ড্রাগন সোয়েটার, গোল্ডেন হার্ভেস্ট, আমান ফিড, জাহিন স্পিনিং, ফুওয়াং সিরামিকস, এএফসি অ্যাগ্রো এবং পপুলার লাইফ ইন্সুরেন্স।
রবিবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৭ কোটি ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ৭১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৮ হাজার ১৩৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৪ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৯৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ পয়েন্ট কমে ৯৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯১ দশমিক ৬১ পয়েন্ট কমে ১২ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৩৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ড্রাগন সোয়েটার,  কেয়া কসমেটিকস, ঢাকা ব্যাংক, বাটা সু, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, ইফাদ অটো, কেডিএস এক্সসেসরিজ।
/এসএনএইচ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ