X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি

‘রিজার্ভ টাকা ফেরত দেবেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ২২:১৮আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২২:১৯

হ্যাকার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের রেপুটেশন রক্ষার স্বার্থেই বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভ ফেরত দেওয়া উচিত বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। তিনি বলেন, রিজার্ভ ব্যাংক চুরি যাওয়া টাকা ফেরত দেবেই। তাদের সুনামের স্বার্থেই দেবে। মঙ্গলবার সুপ্রিমকোর্টের নিজ চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার আজমালুল হোসেন বলেন, আমি মনে করি ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলার করার প্রয়োজন নেই। বিশ্বে ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি রেপুটেশন রয়েছে। অর্থ চুরির ঘটনায় তাদের রেপুটেশন ঝুঁকির  মধ্যে আছে। কারণ বিশ্বের ২৫০টি কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত। এখন এসব কেন্দ্রীয় ব্যাংক যদি তাদের অর্থ অন্য কোনও দেশে নিয়ে রাখে তাহলে ক্ষতিটা ফেডারেল রিজার্ভ ব্যাংকেরই।
আজমালুর হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অর্থ ছাড় করেনি। তারা চোরের নির্দেশনা অনুযায়ী অর্থ ছাড় করেছে। যেহেতু আমার (বাংলাদেশ ব্যাংক) টাকা চুরি হয়েছে এক্ষেত্রে আমি (বাংলাদেশ ব্যাংক) একজন ভিকটিম। তাই আমি মনে করি, ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা তো করাই যায়। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কনফারমেশন ম্যাসেজ পাওয়ার আগেই ফেডারেল রিজার্ভ ব্যাংক অর্থ ছাড় করে। এক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সঙ্গে যে চুক্তি ও তাদের ব্যাংকিং সিস্টেমে কোনও ঘাটতি রয়েছে কি না সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি হয়। শ্রীলঙ্কায় যাওয়া ২০ মিলিয়ন ডলার উদ্ধার হলেও ফিলিপাইনে যাওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারের বিষয়ে সংশয় রয়েছে।

এদিকে, আর্থিক খাতের এতো বড় দুর্ঘটনার এক মাস পার হওয়ার পরও বিষয়টি অজানা ছিল অর্থমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতনদের কাছে। আর সে ঘটনার জের ধরেই পদত্যাগ করেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা