X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উভয় পুঁজিবাজারের লেনদেন ৪০৮ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৫:২১আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৫:২৬

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ সয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৩২ পয়েন্ট।

গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮৬ কোটি ২৩ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৪০৮ কোটি ২৮ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ০৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৪৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ০১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৮২ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১ পয়েন্টে এবং ১৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেডিএস এক্সেসরিজ, আমান ফিড, বিএসআরএম লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, ড্যাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশন, ইবনে সিনা এবং ইউনাইটেড পাওয়ার।
বুধবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৮৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বৃদ্ধি পেয়েছে ২ কোটি ৮০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৬৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেডিএস এক্সেসরিজ, ড্যাগন সোয়েটার, সামিট পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, এমারেল্ড অয়েল, আইটিসি, ইউনাইটেড পাওয়ার এবং পূবালী ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়