Vision  ad on bangla Tribune

এনসিসি ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৮:৩১, মার্চ ৩০, ২০১৬

এনসিসি ব্যাংকপুঁজিবাজারের তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২০ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৬ পয়সা।
/এসএনএইচ/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ