X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সাবেক দুই ডেপুটি গভর্নরকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ২২:০৭আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২২:১০

নাজনীন সুলতানা ও আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনিন সুলতানাকে জিজ্ঞাসাবাদ করেছে ড. ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে, আবুল কাশেম ও নাজনিন সুলতানাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের আইটি ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন নাজনীন সুলতানা। আর অ্যাকাউন্ট অ্যান্ড বাজেট ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন আবুল কাসেম। মূলত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এ দুই ডিপার্টমেন্টের ভূমিকা নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে অগ্রগতি জানতে আগামী সপ্তাহে ফিলিপাইন যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন ও বাংলাদেশ ফিন্যান্সসিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম-পরিচালক আবদুর রব আগামী সপ্তাহের যেকোনও দিন ফিলিপাইনে যাবেন। এর বাইরে সিআইডি দুইটি টিম ফিলিপাইন ও শ্রীলঙ্কায় যাবে। ইতোমধ্যে তারা ফিলিপাইন ও শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি পেয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জিও (আদেশ) এবং অর্থ ছাড় হলেই আগামী সপ্তাহে ফিলিপাইন ও শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দেবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, রিজার্ভ চুরির অর্থ আদায়ের অগ্রগতি জানতে আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা ফিলিপাইন যাবেন।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়ে যায়। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকাতি সিটির জুপিটার স্ট্রিটের ৪টি অ্যাকাউন্টে জমা হয়। বাকি ২০ মিলিয়ন শ্রীলঙ্কার একটি এনজিওর অ্যাকাউন্টে জমা পড়ে। শ্রীলঙ্কায় জমা হওয়া টাকা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক বুঝে পেয়েছে। এ দিকে, ফিলিপাইনে চলে যাওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছেন ব্যবসায়ী কিম অং। বৃহস্পতিবার তার আইনজীবী ইনোসেনসো ফেরারের  মাধ্যমে ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কমিটির কাছে তিনি নগদে এই অর্থ হস্তান্তর করেন। ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম ইনকোয়ারার এ খবর জানিয়েছে।

 /জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ