X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কাঁচা চামড়ার প্রবেশ ঠেকাতে হাজারীবাগে পুলিশের টহল জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ১৭:৪৭আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৭:৫৭

কাঁচা চামড়া কাঁচা চামড়া প্রবেশ রোধে হাজারীবাগ এলাকার প্রবেশ পথগুলোয় পুলিশি টহল জোরদার করা হয়েছে। সরকারের নির্দেশেই পুলিশ এ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা জানান, ট্যানারির দূষণ বন্ধ করতে হাজারীবাগের কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ কারখানাগুলো ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরের কথা ছিল। বিসিক ও ট্যানারি মালিকদের সংগঠনগুলোর মধ্যেও এ নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু ট্যানারি ব্যবসায়ীরা নিজেদের সিদ্ধান্তও মানেননি কখনও। এরপর সরকার একাধিকবার সময় বেঁধে দিলেও তারা কারখানাগুলো সরিয়ে নেননি।
এরপর গত ২০ মার্চ সচিবালয়ে নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীসহ আশেপাশের এলাকার দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভায় বলা হয়, ঢাকার শিল্পবর্জ্যের ৬০ শতাংশ চারপাশের নদীগুলোর দূষণের কারণ। আর এই বর্জ্যের ৪০ শতাংশ আসে ট্যানারি থেকে। এজন্য আজ ১ এপ্রিল থেকে হাজারীবাগের ট্যানারিতে কোনও কাঁচা চামড়া প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের আলোকেই আজ (১ এপ্রিল) থেকে হাজারীবাগে কাঁচা চামড়া রোধে এলাকায় কাঁচা চামড়া প্রবেশে পুলিশি টহল জোরদার করা হয়।

হাজারীবাগ থানার ডিউটি অফিসার এসআই হুমায়ুন বাংলা ট্রিবিউনকে জানান, থানার পক্ষ থেকে কাঁচা চামড়া প্রবেশ রোধে প্রবেশ পথগুলোয় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। অন্য একজন কর্মকর্তা জানান, আজ থেকে হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকবেনা, শুধু বের হবে। এটি সরকারের আদেশ। এ আদেশ মানতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাধ্য করা হবে।

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট