X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১৫:১৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৫:১৬

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৪৭ পয়েন্ট।

গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪৪ কোটি ৭৩ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪০৩ কোটি ৪০ লাখ টাকা। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৮ কোটি ৯৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে এবং ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফিন্যান্স, কেডিএস এক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, পাওয়ার গ্রিড, ইউনাইটেড পাওয়ার, গোল্ডেন হার্ভেস্ট, বিএসআরএম লিমিটেড, ড্রাগন সোয়েটার, আমান ফিড এবং সিএমসি কামাল।

রবিবার সিএসই’র লেনদেন চিত্র সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ৪২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি ৭৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৫ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৭২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  কেডিএস এক্সেসরিজ, অলিম্পিক এক্সেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, ইউনাইটেড পাওয়ার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা