X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত

৫০ লাখ পরিবার প্রতিমাসে ৩০ কেজি চাল-গম পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৯:৪১আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৯:৫০

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ২ লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৮ টাকা দরে এ গম সংগ্রহ করা হবে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে চলতি বছরের ৩১ মে পর্যন্ত। সোমবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ বছর গম উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৯৮ হাজার মে. টন। এবার প্রতিকেজি গম উৎপাদনে খরচ হয়েছে ২৭ টাকা, গম সংগ্রহ করা হবে ২৮ টাকা দরে।
খাদ্যমন্ত্রী বলেন, সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী জুলাই থেকে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে সুলভ মূল্যে চাল ও গম প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বা গম প্রদান করা হবে। এ সময় ভিজিএফ কার্ড উঠিয়ে দেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, খুব শিগগিরই ইউনিয়ন পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু করা হবে।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, চলতি বছরের জুলাই থেকে দেশের হতদরিদ্র ৫০ লাখ পরিবারের মাঝে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বা গম সুলভ মূল্যে বিতরণ করা হবে।

কোন কোন মেয়াদে এগুলো বিতরণ করা হবে জানাতে চাইলে তিনি বলেন- ‘খাদ্য ক্রয়কালীন সময় বাদে অন্য সময়গুলোতে দেশের ৫০ লাখ পরিবারের মাঝে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি, ইউএনও এবং সংশ্লিষ্টরা এই ৫০ লাখ পরিবার বাছাই করবেন। খাদ্যমন্ত্রী বলেন, এক্ষেত্রে আমরা পরিবার বাছাইয়ে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে চাই।

/এসআই /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার