behind the news
Vision  ad on bangla Tribune

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৩:৪৩, এপ্রিল ০৭, ২০১৬

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সপুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের কোম্পানি কর্তৃপক্ষ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তার ওয়ারেন্ট বিতরণ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত লভ্যাংশের ওয়ারেন্ট বিতরণ চলবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ছুটির দিন ছাড়া প্রতিদিন অফিস চলাকালীন সময়ে লভ্যাংশ ওয়ারেন্ট সংগ্রহ করা যাবে। কোম্পানির রেজিস্টার্ড অফিস গ্রীনডেল্টা এইমস টা্ওয়ার (৬ষ্ঠ ফ্লোর), ৫১-৫২ মহাখালী সি/এ, ঢাকা থেকে লভ্যাংশ ওয়ারেন্ট সংগ্রহ করা যাবে। তবে যারা সংগ্রহ করতে পারবেন না বিও হিসাবে উল্লেখিত ঠিকানায় বিনিয়োগাকারীদের লভ্যাংশ ওয়ারেন্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
গত ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭১ টাকা ৯৬ পয়সা।
/এসএনএইচ/ 

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ