X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাড়ির জ্বালানি সাশ্রয়ের তথ্য মিথ্যা: স্বীকার করলো মিৎসুবিশি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ১৭:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৭:৪৫

সংবাদ সম্মেলনে মাথা নিচু করে ক্ষমা চাচ্ছেন মিৎসুবিশি মটরসের প্রেসিডেন্ট টেটসুরো আইকাওয়া জাপানের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান মিৎসুবিশি তাদের একটি মডেলের গাড়িতে জ্বালানি সাশ্রয়ের যে তথ্য প্রচার করছে তা ভুল বলে স্বীকার করেছে কোম্পানিটি। ইতিমধ্যে দেশটিতে ওই মেডেলের প্রায় ৬ লাখ গাড়ি বিক্রি হয়েছে।
জানা যায়, কোম্পানির নিজের ১ রাখ ৫৭ হাজার এবং নিশানের ৪ লাখ ৬৮ হাজার গাড়িতে এ ধরনের অনিয়ম করা হয়েছে। মিৎসুবিশির নিজস্ব গাড়ির মধ্যে ‘ইকে ওয়াগন’ ও ‘ইকে স্পেস’ এবং নিশানের ‘ডেইজ’ ও ‘ডেইজ রক্স’ মডেলের মধ্যে এ ধরনের অনিয়ম করা হয়েছে। যার সবগুলোই ৬৬০ সিসির পেট্রোল চালিত মিনি কার। এ মডেলের গাড়ি জাপানে খুবই জনপ্রিয়।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে ওই মডেলের গাড়ির জন্য টায়ারের চাপের যে তথ্য দেওয়া হয়েছে তা ভুল। গাড়ির মাইলেজ রেট বেশি দেখানোর জন্যই কোম্পানির কিছু কর্মকর্তা এ কাজ করেছে।
প্রতিবেদনে জানানো হয়, নিশান কোম্পানির জন্য মিৎসুবিশি একই মানের প্রায় ৪ লাখ ৭০ হাজার গাড়ি উৎপাদন করেছে। নিশান কোম্পানি কর্তৃপক্ষ গাড়ির এ সমস্যার কথা জানতে পারলেও তারা সেটা প্রকাশ করেনি।
এ ভুল স্বীকার করার পর টোকিও স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার দর ১৫ শতাংশ কমেছে। এদিন টোকিও পুঁজিবাজারে কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ ১৩১ ইয়েন দর হারিয়ে ৭৩৩ ইয়েনে লেনদেন হয়েছে। গত ১২ বছরের মধ্যে একদিনে কোম্পানির শেয়ার দরে এত বড় পতন হলো।
মিৎসুবিশি উৎপাদিত ক্রুটিপূর্ণ গাড়ি তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন মিৎসুবিশি মটরসের প্রেসিডেন্ট টেটসুরো আইকাওয়া। বুধবার বিকেলে টোকিওতে এক সংবাদ সম্মেলনে মাথা নিচু করে ক্ষমা চাইতে দেখা যায় আইকাওয়াকে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভুলটি ছিল আন্তর্জাতিক চক্রান্ত। তবে গাড়ির মাইলেজ বেশি দেখানোর জন্যই এ কাজটি করা হয়েছে বলে স্পষ্ট হলেও, কর্মকর্তারা কেন এ কাজ করেছেন তা এখনও স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, যদিও তিনি এ অনিয়মের বিষয়ে কিছুই জানতেন না, তবুও তিনি এর দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন।


কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বাইরে রফতানি করা অন্য কোনও গাড়িতে এ ধরনের অনিয়ম করা হয়েছ কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
মিৎসুবিশি জাপানের ষষ্ঠ বৃহৎ গাড়ি উৎপাদনকারী কোম্পানি। যারা গত বছরে প্রায় এক মিলিয়ন গাড়ি উৎপাদন করেছে। তবে যুক্তরাজ্যে মাত্র ১ শতাংশ বাজার কোম্পানিটির দখলে।
বিষয়টি জাপানের পরিবহন মন্ত্রণালয়কে জানানো হয়েছে একং কোম্পানিটি ডিলারদের ক্রুটিপূর্ণ এসব গাড়ি বিক্রি করতে নিষেধ করেছে। তবে যারা এসব ত্রুটিপূর্ণ গাড়ি ক্রয় করেছেন তাদের বিষয়টিও চিন্তাভাবনা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি
/এসএনএইচ/    

সম্পর্কিত
অর্থনৈতিক চাপে জাপানের অধিকাংশ মানুষ
বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত
মিউনিখ সম্মেলনে সবার দৃষ্টি শেখ হাসিনার দিকে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি