X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিমানের কাছ থেকে পাওনা তুলতে ১৭ বছর লাগবে পদ্মার

সঞ্চিতা সীতু
১৯ ডিসেম্বর ২০২৩, ২০:০৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৯:২৪

বিমানের কাছে তেল বেচে ফেঁসে যাওয়া পদ্মা অয়েলের টাকা তুলতে এখন সাড়ে ১৭ বছর সময় প্রয়োজন হবে। গত দশ মাস ধরে পদ্মা অয়েলের বকেয়া পাওনা কিস্তিতে পরিশোধ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের দেনা পরিশোধের আর্থিক পরিমাণ বিশ্লেষণ করে জ্বালানি বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, গত অক্টোবর পর্যন্ত বিমান পদ্মা অয়েলের পাওনা বাবদ ১০ কিস্তিতে ৯৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ৮৯২ টাকা পরিশোধ করেছে। অর্থাৎ প্রতি মাসে সাড়ে ৯ কোটি টাকার বেশি পরিশোধ করেছে।

চলতি বছর এপ্রিলে বিমানের সঙ্গে বকেয়া পরিশোধ নিয়ে জ্বালানি বিভাগের বৈঠক হয়। এছাড়াও চলতি মাসের সমন্বয় সভায় জ্বালানি সচিব নূরুল আমিন পদ্মা অয়েলের পাওনা আদায়ে জ্বালানি বিভাগের উপসচিব (অপারেশন-১)-কে সমন্বয় করার নির্দেশ দেন। 

জ্বালানি বিভাগ সূত্র বলছে, এখনও পদ্মা অয়েল বিমানের কাছে ২০১২ কোটি ৫০ লাখ টাকা পাবে। প্রতি মাসে সাড়ে ৯ কোটি টাকা পরিশোধ করলে বিমান বছরে পরিশোধ করবে ১১৪ কোটি টাকা। অর্থাৎ পুরো টাকা পরিশোধে বিমানের ১৭ বছরের চেয়ে বেশি সময় প্রয়োজন হবে।

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারও কাছে তেল বিক্রি করে এতটা বেশি বিপাকে পড়েনি কোনও কোম্পানি, যা কিনা বিমানের কাছে পড়েছে। বিমান রাষ্ট্রীয় পতাকাবাহী হওয়ায় পদ্মা অয়েল বাকিতে তাদের তেল দিতো। কোনও কোনও সময় বকেয়া চাইলে বিমান নানা টালবাহানাতে টাকা বাকি রেখে দেয়। আবার রাষ্ট্রীয় পতাকাবাহী হওয়ায় তেল না দিয়েও কোনও উপায় ছিল না।

২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে বিমানের কাছে বকেয়া পড়ে ২ হাজার ১০৮ কোটি টাকা। বিমানে জেট ফুয়েল দেয় রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েল। পদ্মা অয়েল বিষয়টি বিপিসি এবং জ্বালানি বিভাগকে অবহিত করে। জ্বালানি বিভাগ থেকে বিষয়টি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে জানালে বিমান ২০ কোটি টাকা পরিশোধ করে। পরে আবার দেওয়া বন্ধ করে দেয়।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, গত ৪ এপ্রিল বাংলাদেশ বিমানের বকেয়া ও চলমান পাওনা আদায়ের বিষয়ে অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ১০ থেকে ১৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও বিমান শেষমেশ সাড়ে ৯ কোটি করে পরিশোধ করছে।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
বাড়লো জ্বালানি তেলের দাম
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ