X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জয়তু বাংলা ট্রিবিউন!

নাদীম কাদির
১২ মে ২০১৬, ১৯:১২আপডেট : ১২ মে ২০১৬, ১৯:১৬

Nadeem Qadirপূর্ণাঙ্গ এক সংবাদমাধ্যম হিসেবে যাত্রা শুরু করেছিল বাংলা ট্রিবিউন। এখন তা দেশের গণ্ডি পেরিয়ে দুনিয়াজুড়ে এক পরিচিত নাম। প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলা ট্রিবিউনকে অভিনন্দন।
এমন একটি সময়ে দিনটি উদযাপিত হচ্ছে, যখন জুলফিকার রাসেলের তারুণ্যদীপ্ত নেতৃত্বে বাংলা ট্রিবিউন টিম নিজেদের একটা নাম করে নিয়েছে। সবাই চাইছেন তাদের আর্টিকেল যেন এই নাম্বার ওয়ান অনলাইন পোর্টালে প্রকাশিত হয়।
আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনাকে সমুন্নত রেখে বাংলা ট্রিবিউন সব মতাদর্শের মানুষের জন্য তার দ্বার উন্মুক্ত রেখেছে; যা খবরের পাশাপাশি একে মত প্রকাশের জন্যও গুরুত্ববহ করে তুলেছে। এত অল্প সময়ে এমন অর্জন কম নয় এবং আমি নিশ্চিতভাবেই এই উদযাপনটি মিস করছি।
রাসেল ও তার টিম ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে একটি বিশাল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাওনা রয়েছেন। এর কারণ হচ্ছে তারা আমার পাঠানো প্রায় সবকিছুই প্রকাশ করেন। অধিকন্তু তারা সেটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন। চমৎকার অনুবাদ এবং এতে আমি কখনও দ্বিমত পোষণ করিনি। অনুবাদে আমি মূল লেখার নাড়ি খুঁজে পেয়েছি। এতে
যথার্থ শব্দের ব্যবহারকে ছোট করে দেখার কোনও সুযোগ নেই।
রাসেল যখন আমাকে নিয়মিত লিখতে বললেন, তখন আমি লজ্জিতভাবে বললাম- আমি বাংলা টাইপ করতে পারি না; আর বাংলাতে আমার ভালো দখলও নেই। তিনি আমাকে বিস্মিত করে দিয়ে বললেন, “আমি শুধু চাই আপনি লিখুন, সেটা যে ভাষায়ই হোক। আমরা সেটা অনুবাদ করব। ওহ মাই গড! এটা কী বাস্তব? এটা সুদূরপ্রসারীভাবে আমার জন্য ভালো কাজ দিয়েছে।”
রাসেলের এই সংকেত আমাকে বাংলা পাঠকের প্ল্যাটফর্ম দিয়েছে। এই সুযোগ পাওয়ায় আমি বেশ পুলকিত বোধ করছি।
বাংলা ট্রিবিউনে আমার লেখা নিয়ে আগামী বছর আমি একটি বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এটা এখন আমি রাসেল ও বাংলা ট্রিবিউন টিমকে উৎসর্গ করছি।
আমি আপনাদের সঙ্গে আছি এবং সাফল্যমণ্ডিত আরও বহু বছর কামনা করছি।
শুভ জন্মদিন!

লেখক: সাংবাদিকতায় জাতিসংঘের ড্যাগ হ্যামারসোল্ড স্কলার এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার



 

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বশেষসর্বাধিক

লাইভ