X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বিষপানে কিশোর-কিশোরীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ১৭:০০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৭:০০

পিরোজপুরের নাজিরপুরে বিষপানে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউপির চেয়ারম্যান হাসানাত ডালিম জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

মৃত দুজন হলো– নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুণিয়া গ্রামের হাফিজ তালুকদারের ছেলে ইয়াছিন (১৭) এবং নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মারিয়া আক্তার (১৫)।

জানা যায়, মারিয়া মুঘারঝোর দাখিল মাদ্রাসা থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী আর ইয়াছিন হিফজুল কুরআন (৮ পারা) পর্যন্ত পড়াশুনা করেছে। ইয়াছিন তার ফুফার বাড়ি উত্তর কলারদোয়ানিয়া গ্রামে চার দিন আগে বেড়াতে এসেছিল। ফুফার বাড়ির পাশেই প্রেমিকা মারিয়ার বাড়ি। মনোমালিন্যের একপর্যায়ে মারিয়াদের বাড়ির কাছে পুরনো কবরস্থানের পাশে উভয়ে একই সঙ্গে বিষপান করে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারিয়া মারা যায়। ইয়াছিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অসিত কুমার মিস্ত্রি বলেন, ‘মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে আর ছেলেটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায়।’

৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানাত ডালিম বলেন, ‘বিষয়টি জানার পর ওই স্থানে আমি গিয়েছিলাম। আমার জানা মতে, ওই ছেলেটির বাড়ি অন্য উপজেলায় আর মেয়ের বাড়ি আমার ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।’

নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, হাসপাতাল সূত্রে খবর পেয়ে লাশ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন হোসেন আর নেই
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনমঙ্গলবার দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু বুধবার
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া