X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৯:৪২আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৯:৫০

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মধ্যশিহিপাশা গ্রামের প্রবাসী মোখলেস সরদারের বাড়িতে প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে যায় বরিশাল লঞ্চ ঘাটের ওই তিন কিশোর। তারা বোতলের পাশাপাশি ওই প্রবাসীর বাড়ির নলকূপের হেড চুরি করে। প্রবাসীর স্ত্রী লাকী বেগম টিউওবয়েলে পানি আনতে গিয়ে দেখেন হেড নেই। সে সময় তিনি ওই কিশোরদের দেখে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয় নুর ইসলাম, সালাম সরদার, আসিফ সরদারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল কিশোরদের ধাওয়া করে আটক করে। এরপর সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির সামনে রাস্তার পাশে একটি গাছে বেঁধে নির্যাতন চালানো হয়।

কিশোররা জানায়, তাদের স্থানীয়রা গাছে বেঁধে নির্যাতন করেছে। অনেক অনুনয়-বিনয় করলেও নির্যাতনকারীরা শোনেনি। সে সময় স্থানীয়রা গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে এসআই রমজান হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে গৈলা ইউপি চেয়ারম্যান বলেন, ‘পথকিশোররা চুরি করলে তাদের পুলিশের কাছে দেওয়া যেতো। তাদের গাছে বেঁধে নির্যাতন করা অমানবিক।’

আগৈলঝাড়া থানার এসআই রমজান হোসেন জানান, গাছে বাঁধা অবস্থায় তিন জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রবাসীর পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটকদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
কারাতে প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানি: ক্রীড়া মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে চিঠি
আসামিকে না পেয়ে স্ত্রী ও শিশু সন্তানকে মারধর-গুলি: জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ
গাজীপুরে হাসপাতালের লিফটে রোগীর মৃত্যু: ব্যবস্থা নিতে জাতীয় মানবাধিকার কমিশনের চিঠি
সর্বশেষ খবর
মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা
মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
ডাটাবেজ প্রজেক্টের নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ