X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মোটরসাইকেল আরোহী নিহতের পর সড়ক খুঁড়ে ফেললো বিক্ষুব্ধ জনতা

যশোর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:০৭

যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় ইকবাল হোসেন (৩৮) নামে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। একই সময় আহত হন নয়ন শেখ (২৫) নামে আরেক জন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন এক্সকাভেটর দিয়ে চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে খুঁড়ে ফেলেন। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুপুর দেড়টা থেকে পুনরায় যান চলাচল শুরু হয়।

নিহত ইকবাল অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আহত নয়ন শেখ (২৫) একই গ্রামের মুজিবর শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ইকবাল ও নয়ন একটি মোটরসাইকেলে নওয়াপাড়া বাজার থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে চেঙ্গুটিয়া বাজার এলাকায় তারা মহাসড়কের পাশে মোটরসাইকেলটি রেখে তার ওপর বসেছিলেন। সে সময় খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে মহাসড়কের অপর প্রান্তে চলে যায় এবং দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন নয়ন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা সববেত হয়ে এক্সক্যাভেটর দিয়ে মহাসড়ক খুঁড়ে ফেলেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ’ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান মোটরসাইকেল আরোহী নিহত ও আহতের সত্যতা স্বীকার করে বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পর্যটকসহ নিহত ২
লাঠিসোঁটা নিয়ে মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ
সর্বশেষ খবর
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া