X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, সুপারভাইজার নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ মে ২০২৩, ১৩:৩৯আপডেট : ১৬ মে ২০২৩, ১৩:৩৯

চুয়াডাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৫ মে) রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জ বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন (২৫) চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের ইসলামপাড়ার তাহসান ইসলাম বাবু কসাইয়ের ছেলে। তিনি ওই বাসের সুপারভাইজার ছিলেন।  

আহতদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী গ্রামের নুর ইসলামের ছেলে আল আমিন (২৪), মৃত সেলিমের ছেলে আলিম (২৪), চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার আকসেদ আলীর ছেলে গোলাম আজম পিনা (৬২), মৃত আলতাফ হোসেনের ছেলে শাহাবুল ইসলাম (৬৫), সুমিরদিয়ার নীলার মোড় এলাকার কটার মেয়ে মেহেরুন (৬২), দর্শনা কেরুজ পাড়ার মিনারুলের ছেলে তারেক (২১), রুস্তম আলীর ছেলে নাহিদ ফেরদৌস (৩৫), দামুড়হুদার জয়রামপুরের ফরজ আলীর ছেলে মিরাজ (১৯) এবং জীবননগরের বদিনাথপুরের জিদার হোসেনের ছেলে শরিফুলের (৩৩) পরিচয় পাওয়া গেছে। 

আহত যাত্রী গোলাম আজম পিনা বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার সীমানা পার হয়ে ঝিনাইদহ অংশে প্রবেশের সময়ই এ দুর্ঘটনা ঘটে। রাস্তায় কাদামাটি ছিল, এ জন্য গাড়ির চাকা নিচে নেমে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারায় বাসচালক। বাসের ধাক্কায় সড়কের পাশের কয়েকটি গাছও ভেঙে যায়। কয়েকবার চেষ্টার পরও নিয়ন্ত্রণে না আসায় খাদে পড়ে যায় গাড়িটি। আমরা বাসের ডান পাশের সিটে ছিলাম, তাই সহজেই বেরিয়ে আসতে পেরেছি।’

আরেক আহত যাত্রী আল আমিন হোসেন বলেন, ‘আমাদের পূর্বাশা পরিবহনের সামনে রয়েল এক্সপ্রেসের একটি বাস ছিল। সামনের বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে কাদায় পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় পূর্বাশা পরিবহনের গাড়িটি।’

জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘দুর্ঘটনায় ১২ থেকে ১৫ জন যাত্রী গুরুতর আহত ও বাসের সুপারভাইজার নিহতের খবর পাওয়া গেছে। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের ফায়ারসার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।’

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। একজন ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় নয় জনকে উদ্ধার করা হয়। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উল্টে পড়ে আছে। উদ্ধারে কাজ চলছে।’

/এসএন/
সম্পর্কিত
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পর্যটকসহ নিহত ২
লাঠিসোঁটা নিয়ে মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
সর্বশেষ খবর
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
নেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু