X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

রাতের আঁধারে নিয়োগ পরীক্ষা

ঝিনাইদহ প্রতিনিধি
২০ মে ২০২৩, ১৬:৩৫আপডেট : ২০ মে ২০২৩, ১৬:৩৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়াইবনগর কামিল মাদ্রাসায় অফিস সহকারী ও নিরাপত্তা প্রহরী নিয়োগ পরীক্ষা নির্দিষ্ট সময়ে না হয়ে রাতে অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওই পরীক্ষা নিতে মাদ্রাসায় আসেন শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি। সে সময় কয়েকজন পরীক্ষার্থীও উপস্থিত ছিলেন। এরপর একটি কক্ষে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। দুটি পদে ১০ পরীক্ষার্থী অংশ নেন সেই পরীক্ষায়।

জানা গেছে, শোয়াইবনগর কামিল মাদ্রাসায় দুটি পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ করার কথা ছিল বিকাল ৩টায়। কিন্তু দুটি পদের পরীক্ষা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। এই পরীক্ষা নিতে শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা অধিদফতরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপপরিচালক (প্রশাসন) জাকির হোসাইন। অফিস সহকারী ও নিরাপত্তা প্রহরীর দুটি পদের জন্য ১০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিখিত পরীক্ষা শেষে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। রাত ৮টা পর্যন্ত পর্যন্ত নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলে।

ওই মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা বলেন, ‘অফিস সহকারী পদে ছয় এবং নিরাপত্তা প্রহরী পদে চার জন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। ডিজির প্রতিনিধি স্যারের অন্য আরেকটি বোর্ড থাকায় নিয়োগ পরীক্ষা নিতে সন্ধ্যা হয়ে গেছে।’

এ ব্যাপারে জানতে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপপরিচালক (প্রশাসন) জাকির হোসাইনের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন প্রস্তুতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন প্রস্তুতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা
মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ