X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি
১৮ জুন ২০২৩, ১৪:৩৩আপডেট : ১৮ জুন ২০২৩, ১৪:৩৩

পাওনা টাকা না দেওয়ায় আল আমিন হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইমরান হোসেন (২২) নামে আরেক যুবককে আটক করেছে।

রবিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, শিওরদাহ গ্রামে আল আমিন ঘরজামাই হিসেবে থাকতেন। তার বাবার নাম মোহাম্মদ আজাদ। তিনিও একই গ্রামে ঘরজামাই থাকতেন।

স্থানীয়রা জানায়, আল আমিন একই গ্রামের ইমরান হোসেন নামে এক যুবকের কাছ থেকে ২ হাজার ৪শ’ টাকা ধার হিসেবে নেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি একটি নির্মাণাধীন বাড়ির ছাদে বসে নেশা করছিলেন। ইমরান তাকে খুঁজতে খুঁজতে ওই ছাদের উপরে যান। সেখানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান লোহার রড দিয়ে আল আমিনকে পেটান। এতে সে সময় আল আমিন আহত অবস্থায় ছাদ থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস চৌধুরী বলেন, ‘মারপিটের ঘটনায় আল আমিন নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয় সকাল ৮টার দিকে। চিকিৎসাধীন অবস্থায় ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।’

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, ‘আল আমিন ও ইমরান একই সঙ্গে চলাফেরা করতো। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইমরানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
ডা. সাবিরা হত্যা: তিন বছরেও মেলেনি খুনির পরিচয়
রাঙামাটিতে দুই জনকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
কারাগারে আশফাক ও ইশরাক, ফখরুলের নিন্দা
কারাগারে আশফাক ও ইশরাক, ফখরুলের নিন্দা
এক কনস্টেবলের ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ
এক কনস্টেবলের ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যমুনার নতুন শোরুম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যমুনার নতুন শোরুম
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়