X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আ.লীগ নেতাকে হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৪, ২০:৫০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২১:৪৩

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ও শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা শাহ আলম রিপন মল্লিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সোমবার রাত সাড়ে ১০টায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পরিচয়ের সূত্রে আওয়ামী লীগ নেতা রিপন প্রায়ই ওই নারীর বাড়িতে আসা-যাওয়া করতেন। জমিজমা সংক্রান্ত টাকাপয়সা লেনদেন চলে আসছিল তাদের। ঘটনার রাতে ওই নারী ঘরে একাই ছিলেন।

প্রতিবেশী হারিছ হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টায় ওই নারী ঘর থেকে ডাক-চিৎকার দিচ্ছিলেন। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক মেঝেতে পড়ে ছিল। সবাই মিলে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে মারা গেছে। তারপর আমরা লাশ তার বাড়িতে পাঠিয়ে দিই।’

নিহতের ভাই সমীর মল্লিক বলেন, ‘আমাকে স্থানীয়রা ফোনে জানায়, আমার ভাইকে মেরে মাথা ফাটিয়েছে। তারপর আমি ওই ঘরে এসে দেখি মেঝেতে রক্ত লেগে আছে আর আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সোমবার রাত ১০টার পরে রিপনকে প্রতিবেশী ওই নারী তার বাড়িতে ডেকে নেয়। রাতে আমরা খবর পাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে আমরা রিপনকে মৃত অবস্থায় পাই। তার মাথার পেছনে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখতে পাই। তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। সে ওই নারীর কাছে জমি বিক্রির টাকা পেতো।’

ওই নারীর বোনের ছেলে বলেন, ‘আমার খালা-খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছেন। সেই সুবাদে তিনি আমার খালার বাসায় আসা-যাওয়া করতেন। রিপনের সঙ্গে তার ভাই সমীরের জমি নিয়ে চাপা বিরোধ ছিল। তবে ঘটনার দিন কেন রিপন মল্লিক ওই বাড়িতে এসেছেন তা আমাদের জানা নেই।’

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা এটিকে হত্যাকাণ্ড মনে করছি। এর পেছনে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত রিপন মল্লিকের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটক নারী জানিয়েছেন, সোমবার রাতে রিপন তার ঘরে ঢুকে জামাকাপড় খুলে ফেলে। এ সময় তিনি ডাক-চিৎকার শুরু করেন এবং রিপনকে ধাক্কা দেন। একপর্যায়ে দরজার ডাসা দিয়ে আঘাত করেন। এতে রিপন গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে যায়।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
ছেলেকে না পেয়ে বাবাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
যুবলীগ নেতাকে হত্যা: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
আবদুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস শুরু
আবদুল্লাহ জাহাজ থেকে পণ্য খালাস শুরু
সিট দখল নিয়ে সংঘর্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
সিট দখল নিয়ে সংঘর্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
চীন সফরে গেছেন তিন বাম দলের নেতারা
চীন সফরে গেছেন তিন বাম দলের নেতারা
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?
চিনি খাওয়া বন্ধ করলে কী হয়?